মনিরুল হক, কোচবিহারঃ
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠল স্বাস্থ্য দফতরের এক চালকের বিরুদ্ধে। আজ কোচবিহার দিনহাটা রোডের নিউটাউন এলাকায় স্বাস্থ্য দফতরের ওই গাড়িটি একটি স্কুটিকে ধাক্কা মারলে চালকের মদ্যপ অবস্থায় থাকার ঘটনা সামনে আসে।
এরপর স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে পরে পুলিশ এসে স্বাস্থ্য দফতরের ওই গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা অসীম কুমার সরকার বলেন, “স্বাস্থ্য দফতরের গাড়ি, জানতে পারছি কোন একটি রক্তদান শিবির থেকে রক্ত আনতে গাড়িটি যাচ্ছে। অথচ তাঁর চালক মদ্যপ অবস্থায় রয়েছে। সে গাড়ি নিয়ে এসে একটি স্কুটিকে ধাক্কা মেরেছে। স্কুটি চালক আহত হয়েছেন। ওই চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”
আরও পড়ুনঃ জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তালা, হয়রান ভ্যাকসিন নিতে আসা ভোটকর্মীরা
যদিও স্বাস্থ্য দফতরের ওই গাড়ির চালক বাপ্পা রায় জানিয়েছেন, তিনি গতকাল রাতে মদ খেয়েছিলেন। এদিন তিনি সুস্থ ভাবেই গাড়ি চালাচ্ছিলেন। তারপরেও ওই দুর্ঘটনা ঘটে গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584