শূন্য বিভ্রাট! স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিনেই হোম কোয়ারেন্টাইনের ভুল তথ্য

0
62

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

health department corona showing wrong information about home quantization | newsfront.co
প্রতীকী চিত্র

ইতিমধ্যেই নবান্ন থেকে করোনা আক্রান্তে মৃতের সংখ্যা ভুল দেখানো হচ্ছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এবার রাজ্যে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা নিয়েও নবান্নের শো-কজের মুখে পড়ল স্বাস্থ্য দফতর।

মঙ্গলবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছিল, ২৪ ঘন্টায় ১০৩৩৯১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কিন্তু এদিন জানা যায়, তাড়াহুড়োয় একটি শূন্য পড়ে যাওয়ায় সংখ্যাটা লক্ষ মনে হয়েছে, আসলে হবে ১০ হাজার।

health department corona showing wrong information about home quantization | newsfront.co
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর প্রকাশিত করোনা ৩১ মার্চের করোনা বুলেটিন। নিজস্ব চিত্র

এদিকে মঙ্গলবার রাতে স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই খবর প্রকাশিত হতেই হইচই পড়ে যায়। একদিনে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা এত বেড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। তার ওপর রাতে আসে আরো ১০ জন নতুন আক্রান্ত হওয়ার খবর এবং ৩ জনের মৃত্যু সংবাদ। সব মিলিয়ে চরম আতঙ্কিত হয়ে পড়েন রাজ্যবাসী।

কিন্তু বুধবার দুপুরের পরেই আচমকা ভোল বদল স্বাস্থ্য দফতরের। তারা জানায় একটা শূন্যের ভুলেই এতবড় বিভ্রাট ঘটে গিয়েছে। বুলেটিনে বলা হয়েছে একদিনে রাজ্যের হোম কোয়ারেন্টাইনে ১,০০,৩৪১ জন। কিন্তু আসলে সংখ্যাটি হবে ১০,৩৪১ জন। অর্থাৎ হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১০ হাজার ৩৪১ জনকে। তাড়াহুড়োয় এই ভুল ঘটে গিয়েছে।

আরও পড়ুনঃ পুলিশ সুপারের উদ্যোগে হাসপাতালে আয়োজিত রক্তদান শিবির

কিন্তু এই মহামারীর সময়ে এত বড় ভুল হয় কি করে? যে সময় স্বাস্থ্য দপ্তরের সব দিক দিয়ে সতর্ক থাকার কথা সেখানে তথ্য নিয়ে এই অসতর্কতার জন্য দায়ী কে?

তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চাপানউতর। এদিকে পরিসংখ্যান নিয়ে এমন বিভ্রাটে চূড়ান্ত ক্ষুব্ধ নবান্ন। কোন পরিস্থিতিতে কীভাবে এই ভুল হয়েছে, শো কজ করে তা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের ২৪ ঘন্টার মধ্যে জানাতে বলা হয়েছে। এই পরিস্থিতি নিয়ে রীতিমতো অপ্রস্তুত এবং অস্বস্তিতে স্বাস্থ্য দফতরের কর্তারাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here