উদ্বেগ বাড়াচ্ছে মুর্শিদাবাদের করোনা পরিস্থিতি, মোট আক্রান্ত ৬৪৭

0
156

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

উদ্বেগ বাড়াচ্ছে মুর্শিদাবাদ জেলার করোনা পরিস্থিতি। দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
ইতিমধ্যেই ৬০০ পেরিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় নতুন করে ৩২ জন করোনা আক্রান্তের খোঁজ মিলল।

Baharampur matrisadan | newsfront.co
নিজস্ব চিত্র

এদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ কর্মী রয়েছেন। সামশেরগঞ্জ ধুলিয়ান ব্লকের ৪ নম্বর ব্লকের ৪ জন,সুতি ১ নম্বর ব্লকের ১জন,সুতি ২ নম্বর ব্লকের ৪ জন ,জঙ্গিপুর পৌরসভা এলাকার ৫ জন, রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের ১ জন, লালগোলা ব্লকের ৪ জন, মুর্শিদাবাদ পৌরসভা এলাকার ১ জন, ভগবানগোলা ২নম্বর ব্লকের ১ জন, খড়গ্রাম ব্লকের ১জন, বহরমপুর ব্লকের ২জন এবং বহরমপুর পৌরসভা এলাকায় ৬জন।

আরও পড়ুনঃ করোনার লম্বা লাফ:একদিনে আক্রান্তের নতুন রেকর্ড

এখনো পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় মোট সংখ্যা দাঁড়ালো ৬৪৭। ইতিমধ্যে ৪৮৬ জন করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় মৃত্যু হয়েছে ৭ জনের। তাদের মধ্যে ৪ জন মুর্শিদাবাদে ও ৩ জন মুর্শিদাবাদ জেলার বাইরে চিকিৎসাধীন ছিলেন বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here