শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা মোকাবিলায় প্রথম সারিতে লড়াই করতে হচ্ছে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদেরই। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে রাজ্যের বেশ কিছু স্বাস্থ্য বিভাগীয় দফতরে লোকবল বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সেই কারণে এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করল স্বাস্থ্য ভবন।
ওই বিজ্ঞপ্তিতে বিশেষজ্ঞ, চিকিৎসক, মেডিক্যাল অফিসার, মলিকুলার বায়োলজিস্ট থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী সহ মোট ১২টি পদে ২ মাসের জন্য যোগ দিতে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। এই পদগুলিতে বিপুল সংখ্যক লোকজন নিয়োগ করা হবে বলে সূত্রের খবর।
আরও পড়ুনঃ সন্তান জন্মের পরই করোনা আক্রান্ত মা, চিকিৎসার গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের
পদগুলি হল, বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিক্যাল অফিসার, মলিকুলার বায়োলজিস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেনডেন্ট, স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, প্যারা মেডিক্যাল ওয়ার্কার, হসপিটাল অ্যাটেনডেন্ট, স্যানিটারি অ্যাটেনডেন্ট এবং কুক কাম কেয়ারটেকার।
স্বাস্থ্য দফতরের ওই বিজ্ঞপ্তিতে ১২টি পদের নিয়োগে জন্য এককালীন মাসিক পারিশ্রমিকের তালিকা প্রকাশ করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদনগুলি দেখে সেগুলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের পাঠিয়ে দেওয়া হবে। আপাতত ২ মাসের জন্য জেলা ভিত্তিতে নিয়োগ হবে।
পরবর্তী সময় পরিস্থিতি পর্যালোচনা করে নিয়োগের সময় সীমা বাড়ানো হতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী চিকিৎসক বিশেষজ্ঞ পাবেন মাসিক ৫০ হাজার টাকা, মেডিক্যাল অফিসার এবং মলিকুলার বায়োলজিস্টের জন্য বরাদ্দ করা হয়েছে মাসিক ৪০ হাজার টাকা। এভাবে ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতনের চাকরি রয়েছে।
জানা গিয়েছে, রাজ্যে করোনা পরিস্থিতিতে হাসপাতালে লড়াইয়ের জন্য এবং করোনার নমুনা পরীক্ষা থেকে প্রতিষেধক আবিষ্কারের জন্য চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীর সংখ্যা যে আরও বাড়ানো প্রয়োজন, তা বুঝতে পারছে স্বাস্থ্য দফতর। সেই কারণে এই নতুন নিয়োগের চিন্তাভাবনা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে এদের সকলকে স্থায়ী করে দেওয়া হতেও পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584