মনিরুল হক, কোচবিহারঃ
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এক মহিলাকে। ওই ঘটনা ছড়িয়ে পড়তে না পড়তে গোটা কোচবিহার জেলা জুড়ে আতঙ্কের পরিবেশ হয়।
ওই ঘটনার পর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা নড়েচড়ে বসেন। পরে জানা যায় ওই মহিলার করোনা নয়, তাঁর নিউমোনিয়া হয়েছে। এদিন এমনটাই ঘোষণা করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
আরও পড়ুনঃ বৌভাতের অনুষ্ঠানে করোনার সচেতনামূলক উদ্যোগ নব দম্পতির
স্বাস্থ্য দপ্তরের তরফে স্বস্তির বার্তা দিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুমিত গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “কোচবিহার মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই মহিলার নিউমোনিয়া হয়েছে। করোনা আক্রান্তের সঙ্গে কোনো যোগ পাওয়া যায়নি”।
পাশাপাশি, তিনি আরও জানান, “এমন কোনও জায়গায় মহিলা যাননি, যেখানে করোনার প্রভাব রয়েছে। ওই মহিলার আগে থেকেই শ্বাসকষ্টের রোগও ছিল”।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, “ওই মহিলা তিনি ভিন রাজ্যে গিয়েছিলেন। রবিবার সকালে তিনি কোচবিহারে বাড়িতে ফিরতেই তাঁর শ্বাসকষ্ট এবং কাশি সহ করোনার বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরিবারের লোকজন ওই মহিলাকে প্রথমে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন।
পরে তাঁকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে আমরা তাঁকে নানা ভাবে পর্যবেক্ষণ করে জানতে পারি তাঁর করোনা নয়, নিউমোনিয়া হয়েছে”। স্বাস্থ্য দপ্তরের এই ঘোষণায় আপাতত স্বস্তি ফিরেছে জেলাতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584