নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
এবার করোনা ভাইরাসের মোকাবিলার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে ব্লক স্বাস্থ্য দপ্তর গুলো তীক্ষ্ণ সচেতন রেখেছে গোটা এলাকায়। ইতিমধ্যেই মঙ্গলবার সকাল নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের এক ব্যক্তি, যিনি আরব দেশের কাতারে কাজ করতেন।
করোনা ভাইরাসের আতঙ্কের জেরে বেশ কিছুদিন আগে বাড়ি ফেরে সে, এরপর থেকেই শারীরিক অসুস্থতায় ভুগতে থাকেন ওই ব্যক্তি।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কে, জ্বরে আক্রান্ত রোগীর উপর নজরদারি স্বাস্থ্য দফতরের
অবশেষে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকরা খবর পেয়ে তড়িঘড়ি ওই ব্যক্তিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর অবশেষে পুনরায় ছেড়ে দেয়া হয়। কিন্তু ওই অসুস্থ ব্যক্তিসহ তার পরিবার পরিজনদের ক্লাবসহ বিভিন্ন পরিকাঠামো ব্যবস্থা করে দেয় ব্লক স্বাস্থ্য কেন্দ্র তরফ থেকে।
মঙ্গলবার বিকেল নাগাদ কোলাঘাট ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজকুমার কুন্ডু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা সব সময় ব্লক আধিকারিকরা স্বাস্থ্য দিক দিয়ে তৈরি রয়েছি, যদি কেউ বাইরে থেকে আসেন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রসহ ব্লক আধিকারিকদের সাথে যাতে যোগাযোগ করেন, এছাড়াও অযথা গুজবে কান দেবেননা, ব্লক স্বাস্থ্য কেন্দ্র সবসময় তৈরি আছে সাধারণ মানুষের জন্য, অর্থাৎ ইতিমধ্যেই করোনা ভাইরাস নিয়ে যথেষ্ট তৎপর রয়েছে স্বাস্থ্য দপ্তর তা বলাই বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584