স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন

0
40

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। সেই উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর।

blood donation camp | newsfront.co
নিজস্ব চিত্র

প্রত্যেক বছরই ঘটা করে রক্তদাতা দিবস পালন করা হয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। কিন্তু এবছরটা একটু অন্য ধরনের। বিশেষ করে করোনার প্রভাব জেলায় থাকার কারণে রক্তদাতার সংখ্যা অনেকটাই কম। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ নিজের জন্মদিনে ব্লাড ব্যাঙ্কে রক্ত দিয়ে নজির ভাস্করের

উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল সহ স্বাস্থ্য আধিকারিকরা। এদিনের রক্তদান শিবিরে রক্তদান করেন স্বাস্থ্য দফতরের আধিকারিক এবং কর্মীরা। রক্তদান করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল।

জেলায় রক্তের সংকট রয়েছে, তার ওপর এই মুহূর্তে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মানুষকে চলতে হচ্ছে। একদিকে করোনা সংক্রমণের প্রভাব ছড়িয়ে পড়ছে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায়।

তার ওপর আমপান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর মানুষ। এই অবস্থায় দাঁড়িয়ে রক্তদান শিবির অত্যন্ত জরুরি বলে মনে করেন স্বাস্থ্য দফতর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here