নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ১৩ টি টিকাকরণ কেন্দ্রে করোনার প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হবে। মোট এক হাজার তিনশ জনকে শনিবার টিকা দেওয়া হবে। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার যে টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়া হবে সেই কেন্দ্র গুলি হল মেদিনীপুর মেডিকেল কলেজ ,খড়্গপুর মহকুমা হাসপাতাল, ঘাটাল মহকুমা হাসপাতাল, গড়বেতা, শালবনী, কেশপুর ,দাসপুর, ক্ষীরপাই ,চন্দ্রকোনা, ডেবরা, সবং, হিজলি ও বেলদা গ্রামীণ হাসপাতাল।
পশ্চিম মেদিনীপুর জেলায় সব মিলিয়ে ২৫ টি সেশন সাইট রয়েছে। এর মধ্যে শনিবার ১৩ টি সেশন সাইটে টিকাকরণের সূচনা হবে। শুরুতেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের করোনার প্রতিষেধক দেওয়া হবে। পশ্চিম মেদিনীপুর জেলায় সরকারি এবং বেসরকারি মিলিয়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী রয়েছেন ২৫ হাজার ৪১৬জন। এদের নামের তালিকা তৈরি হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন ১০০ জনকে করোনার প্রতিষেধক দেওয়া হবে। তাই শনিবার ১৩ টি কেন্দ্রে ১ হাজার ৩০০ জনকে করোনার প্রতিষেধক টিকা দেওয়া হবে।
আরও পড়ুনঃ আজও অটুট শালবনির কর্ণগড়ের হিন্দু – মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতির মেলবন্ধন
করোনার বিরুদ্ধে প্রথম সারিতে থেকে লড়াই করা স্বাস্থ্যকর্মীদের প্রথমে প্রতিষেধক দেওয়া হবে। সেই মতো সব বন্দোবস্ত করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায় যে শনিবার করোনার টিকাকরণের সূচনার সময় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে উপস্থিত থাকবেন জেলাশাসক রেশমি কমল, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মণ্ডল সহ আরো অনেকে।
প্রথম দফায় ডোজ নেওয়ার পর ২৮ দিন পরে দ্বিতীয় দফার ডোজ দেওয়া হবে। দ্বিতীয় দফার ডোজ কবে দেওয়া হবে তা মোবাইলে এসএমএস করে তাদের জানিয়ে দেওয়া হবে বলে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584