নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
শুক্রবার একদিনে মালদহের ২২৪ জন পুলিশ কর্মীর লালারসের নমুনা সংগ্রহ করলো জেলা স্বাস্থ্য দফতর। মালদহের রথবাড়িতে জেলার বিভিন্ন প্রান্তে ট্র্যাফিকের দায়িত্বে থাকা কর্মরত ওই কর্মীদের লালারস সংগ্রহ করা হয়েছে। জেলার সব বিভাগের পুলিশ আধিকারিক, কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ারদের সোয়াব সংগ্রহ করা হয়েছে।
আগামী তিনদিনের মধ্যে এই লালারস পরীক্ষার ফলাফল তারা জানতে পারবেন বলে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে। উল্লেখ্য, করোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে কাজ করছেন পুলিশ কর্মীরা। ইতিমধ্যে তাদের দুই সহকর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ পিটিএস থেকে বদলি আরও ২৫ কলকাতা পুলিশকর্মী
পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “আমরা কোনও ঝুঁকি নিতে রাজি নই। তাই বিভিন্ন থানা ও ট্র্যাফিক কর্মীদের সোয়াব পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।” ইতিমধ্যে মালদহ পুলিশ সুপারের নির্দেশ মেনে পুলিশ দফতরের সব বিভাগের কর্মীদের মধ্যে বিশেষ ভেষজ পানীয় ও হলুদ মেশানো দুধ সরবরাহের ব্যবস্থা চালু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584