পাড়ার চিকিৎসককে দিয়েই করোনা রোগীকে চিকিৎসায় তিন জেলায় ভার্চুয়াল ট্রেনিং স্বাস্থ্য দফতরের

0
68

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

প্রথম দিকে রোগীর সংখ্যা কম থাকায় তাকে অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল রাজ্য প্রশাসনের তরফে। কিন্তু বর্তমানে লক্ষ লক্ষ করোনা পজিটিভ রোগীকে আনা সম্ভব না হওয়ায় হোম আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়।

health department | newsfront.co
ফাইল চিত্র

আর এবার এই ধরনের রোগীর ওপর নজরদারি রাখতে পাড়ার মৃদু উপসর্গ যুক্ত করোনা রোগী যাতে তার পাড়াতেই পরিষেবা পান, তার জন্য আই এম এ ও আই এ পি সদস্যদের যুক্ত করে ভার্চুয়াল ট্রেনিং দিল স্বাস্থ্য দফতর। আপাতত কলকাতা ,উত্তর ২৪ পরগনা ও নদিয়াতে এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। ধাপে ধাপে এই পদ্ধতিতে অন্যান্য জেলাতেও তা চালু হয়ে যাবে।

আরও পড়ুনঃ পুরানো টাইম টেবল মেনে বুধবার থেকে রাজ্যে চলবে লোকাল ট্রেন

উত্তর ২৪ পরগনা জেলায় কোভিড ম্যানেজমেন্ট প্রোটোকল মনিটরিং কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর বিবর্তন সাহা জানান, এই কাজের জন্য জেলার দুই সংগঠনের চিকিৎসকদের একটি টিমকে ভার্চুয়াল ট্রেনিং করিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

মূলত ভার্চুয়ালি দেওয়া ট্রেনিংয়ে আই এম এ ও আই এ পি সদস্যদের করোনা রোগির চিকিৎসায় কী প্রোটোকল মেনে চিকিৎসা করতে হবে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। বারাসত আই এম এ এর সভাপতি চিকিৎসক তপন বিশ্বাস জানান, সারা উত্তর ২৪ পরগনায় ২৭ টি আই এম এ এর শাখা রয়েছে। সেই সব সংগঠনের কয়েকজন সদস্যকে স্বাস্থ্য দফতর ট্রেনিং দিয়ে দিয়েছে। এবার তারাই বাকিদের ট্রেনিং দেবেন।

আরও পড়ুনঃ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবান্ন থেকে ক্ষীরপাই বাস টার্মিনাসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

আই এম এ ও আই এ পি সদস্যরা ফোনে ও ভিডিও কলের মাধ্যমে হোম আইসোলেশনে থাকা রোগীর সঙ্গে যোগাযোগ রাখবে। পুরসভা থেকে ওয়ার্ডভিত্তিক করোনা পজিটিভ রোগীদের লিস্ট দিয়ে দেওয়া হবে। তাদেরকেই তারা চিকিৎসা পরামর্শ দেবেন। আর ব্যবহারিক কোনও প্রয়োজন থাকলে তা দেবে সংশ্লিষ্ট পুরসভা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here