জেলা থেকে চেয়ে স্বাস্থ্য দফতর নামের তালিকা পাঠাচ্ছে কেন্দ্রকে

0
95

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

৬ মাস ধরে করোনার বিরুদ্ধে সবচেয়ে সামনের সারিতে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরাই। এ রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যুও হয়েছে ৬৫ জনের। তাই দুর্গাপূজার পর থেকে কি পদ্ধতিতে করোনা ভ্যাকসিন দেওয়া হবে, তা নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা শুরু করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Health ministry | newsfront.co
ফাইল চিত্র

ঠিক হয়েছে, জাতীয় স্বাস্থ্য মিশনের (ন্যাশনাল হেলথ মিশন) আওতায় কলকাতা, শিলিগুড়ি-সহ সাতটি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং বাকি সব পুরসভা-সহ সব সরকারি মেডিক্যাল কলেজ এবং বেসরকারি কোভিড হাসপাতালগুলির চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের তালিকা চেয়ে পাঠাল স্বাস্থ্য মন্ত্রক। সেই সম্ভাব্য ভ্যাকসিন প্রাপকদের তালিকা জেলায় জেলায় চেয়ে পাঠাল স্বাস্থ্য দফতর। সেই তালিকাই পাঠানো হবে স্বাস্থ্য মন্ত্রকের কাছে।

Notice | newsfront.co
তালিকা চেয়ে স্বাস্থ্য দফতরের সরকারি চিঠি

প্রাথমিকভাবে ঠিক হয়েছে নভেম্বরের মধ্যেই কেন্দ্রের হাতে তালিকা তুলে দেবে রাজ্যের স্বাস্থ্য দফতর।ইতিমধ্যেই সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে পৌঁছে গিয়েছে চিঠি। স্বাস্থ্যকর্মীদের নামের তালিকা চেয়ে সরকারি, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, ডায়গনস্টিক সেন্টারে চিঠি পাঠানো শুরু করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা।

আরও পড়ুনঃ আলকায়দা থেকে আইনশৃঙ্খলা শাহকে একগুচ্ছ নালিশ ধনকড়ের

জাতীয় স্বাস্থ্য মিশনে রাজ্যের নোডাল অফিসার সৌমিত্র মোহন এবং অন্য আধিকারিকদের কেন্দ্রীয় আধিকারিকরা স্পষ্ট বলে দিয়েছেন, সারা দেশেই স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার পাবেন। সেই মতো পুরসভা ও সরকারি-বেসরকারি কোভিড হাসপাতালের কাছে গ্রহীতাদের নামের তালিকা চাওয়া হয়েছে। সেই তালিকা কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব।”

আরও পড়ুনঃ হবে না নিরঞ্জন, বড়িশা ক্লাবের প্রতিমা সংরক্ষণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যের তরফে যদিও প্রস্তাব ছিল, প্রথম দফায় স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মরত সব সাফাই ও স্বাস্থ্যকর্মীদের তালিকার প্রথমে রাখা হোক। সেই প্রস্তাব মেনেছেন ন্যাশনাল হেলথ মিশনের আধিকারিকরা।

চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্য এবং সাফাইকর্মীদের মধ্যে কারও যদি অন্য উপসর্গ বা কো-মর্বিডিটি থাকে তাও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এটা যেমন একটা দিক, তেমনই ‘হাই রিস্ক গ্রুপ’ বা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা-সহ অন্য উপসর্গের রোগীদের যত বেশি সংখ্যায় এই তালিকায় আনা যায় তার উপর জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে ৬০ বছরের বেশি বয়সের নাগরিকদের পৃথক তালিকা তৈরি করার কথা বলা হয়েছে। কোনওভাবে কেউ যেন বাদ না যান, সেটা দেখতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here