প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
নোভেল করোনা ভাইরাস ইস্যুতে একাধিক বিষয় নিয়ে উত্তর দিনাজপুর জেলায় কর্মরত চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবিরে যোগ দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রতিনিধি দল।
কারা মাস্ক পড়বেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পদ্ধতি, কেউ এই রোগে আক্রান্ত হলে কী ধরণের সতর্কতা মূলক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
তাঁদের চিকিৎসার পদ্ধতিই বা কেমন হবে ইত্যাদি সকল বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয় এই প্রশিক্ষণ শিবিরে।উত্তর দিনাজপুর জেলায় রয়েছে বিহার ও বাংলাদেশ সীমান্ত। ফলে অন্য রাজ্য থেকে মানুষের যাতায়াত লেগেই রয়েছে। ফলে করোনা সতর্কতায় বাড়তি গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য দপ্তর।
আরও পড়ুনঃ গোমূত্র পান নয়, সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলুন – ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি
ইতিমধ্যেই বিহার থেকে উত্তর দিনাজপুর জেলায় ঢোকার ১২টি এন্ট্রি পয়েন্ট চিহ্নিত করে নাকা চেকিং-এর ব্যবস্থা করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানিয়েছেন, করোনা ভাইরাস পৃথিবীতে প্রথম। এই রোগে আক্রান্ত হলে কী ধরনের সর্তকতা অবলম্বন করতে হয় এবং কাদের পরীক্ষা নিরিক্ষায় আওতায় আনা দরকার, এইসব বিষয়ে পূর্ণাঙ্গ ধারনা দিতেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584