হাসপাতালের পরিকাঠামো দেখতে মেখলিগঞ্জে স্বাস্থ্য কর্তা

0
422

মনিরুল হক, কোচবিহারঃ

মেখলিগঞ্জ হাসপাতালে পরিকাঠামো দেখতে শনিবার পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী।

health inspector visit to mekliganj hospital | newsfront.co
নিজস্ব চিত্র

কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে এসে রোগীদের সাথে কথাও বলেন তিনি। এই পরিদর্শনে স্বাস্থ্য কর্তার সাথে ছিলেন চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পরেশচন্দ্র অধিকারী সহ জেলা এবং মহকুমা স্বাস্থ্য দপ্তরের কর্তারা।

এবিষয়ে পরেশ অধিকারী জানিয়েছেন, মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে তিনি সম্প্রতি কলকাতায় গিয়ে স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।

health inspector visit to mekliganj hospital | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ গুরুপদ হেম্ব্রম স্মৃতিকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু গোয়ালতোড়ে

তার প্রেক্ষিতে রাজ্যের এই স্বাস্থ্য কর্তা এদিন এই পরিদর্শনে আসেন বলে তাঁর দাবী। পরেশ বাবু জানান, সরকারী স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতাল গুলির হাল হকিকতের খোঁজখবর নিতেই এদিন স্বাস্থ্য কর্তারা মেখলিগঞ্জে আসেন।

মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ১০ বছর ধরে পরে থাকা অল্ট্রাসনোগ্রাফি মেশিন চালু, চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি, কুচলিবাড়ি, চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা ও উন্নয়নের কথাও স্বাস্থ্য কর্তার কাছে তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য কর্তা বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান পরেশবাবু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here