করোনা ভ্যাকসিনে অনীহা, পশ্চিম মেদিনীপুরের স্বাস্থ্য কর্মীদের

0
77

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য কর্মীদের মধ্যে। ১৬ই জানুয়ারি সারা দেশের সঙ্গে এই জেলাতেও স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়।

District Health Bhavan | newsfront.co
নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মণ্ডল, মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু থেকে জেলার প্রথম সারির স্বাস্থ্যকর্মী, ডাক্তাররা এই টিকার প্রথম ডোজ নিলেও সাধারণ স্বাস্থ্য কর্মীরা সেভাবে এগিয়ে আসছেন না। গত ৩ দিনে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লক হাসপাতালের টিকা কেন্দ্রে নথিভুক্ত ৩৬৪ জনের মধ্যে টিকা নিয়েছেন ২৮৭ জন।

আরও পড়ুনঃ অল বেঙ্গল চিটফান্ড সাফার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে পথসভা মুর্শিদাবাদে

অথচ খড়্গপুর মহকুমা হাসপাতালে ৩৪০ জনের মধ্যে টিকা নিয়েছেন মাত্র ৭০ জন। মেদিনীপুর মেডিকেল কলেজের টিকা কেন্দ্রে ৩৩০ জনের মধ্যে টিকা নিয়েছেন ১৪৩ জন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল জানান, কিছু স্বাস্থ্যকর্মী টিকা নিতে ভয় পাচ্ছেন, তাঁদের বোঝানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here