শিলিগুড়িতে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

0
31

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ

সোমবার বকেয়া বেতনের দাবিতে শিলিগুড়ি পুরনিগমের সামনে বিক্ষোভ দেখালেন দার্জিলিং জেলা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন। এদিন প্রায় একশো স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ দেখান। এই বিষয়ে দার্জিলিং জেলা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের সম্পাদিকা শেফালি ভট্টাচার্য বলেন যে, “আমরা করোনার সময়ে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছি।

health work | newsfront.co
বিক্ষোভ ৷ নিজস্ব চিত্র

এবং জুলাই মাসের বেতন এখনও পর্যন্ত আমরা পাইনি। আমাদের এত দুঃস্থ স্বাস্থ্যকর্মী আছে যে এই করোনার কারণে তাদের পরিবারে কাজ চলে গেছে। তারা এখন অনাহারে দিন কাটাচ্ছে। এছাড়া করোনা সার্ভে করার জন্য কর্পোরেশন থেকে ১০০ টাকা দেবেন। এবং রাজ্য সরকারের তরফ থেকে ১০০০ টাকা করে উৎসাহ ভাতা দেবেন কথা দিয়ে ছিলেন। কিন্তু এখনও পর্যন্ত কোন টাকা আমরা পাইনি।

আরও পড়ুনঃ হেমতাবাদে বিধায়ক খুনের সিবিআই তদন্ত চেয়ে বিজেপির ডেপুটেশন

তবে এখনও পর্যন্ত আমরা করোনার কাজ করে যাচ্ছি। এবং আমাদের কমিশনার বললেন যে আমাদের টাকা এখনও পর্যন্ত আসেনি রাজ্য থেকে। এবং আমরা কমিশনারকে সাতদিনের সময় দিয়ে এসেছি। যদি আমাদের দাবি না মেটানো হয় তাহলে পুরনিগমের সামনে অবস্থানে বসে যাব। তখন আমরা কোন করোনার কাজ করবো না। কারণ আমাদের পেটে ভাত নেই।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here