করোনা ভাইরাস বিষয়ে স্বাস্থ্যকর্মীদের সেমিনার

0
23

মনিরুল হক, কোচবিহারঃ

বিশ্বব্যাপী আলোড়ন উঠিয়েছে করোনা ভাইরাস। যদিও এই ভাইরাস নিয়ে পশ্চিমবঙ্গে আতঙ্কের কিছু নেই। এখানে কোনও রোগীরও সন্ধান পাওয়া যায়নি, এ নিয়ে স্বাস্থ্য দফতরের কোন নির্দেশিকা জারি না হলেও চুপ করে বসে নেই কিন্তু কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতা কর্তৃপক্ষ।

health workers awareness against coronavirus | newsfront.co
নিজস্ব চিত্র

এই ভাইরাস নিয়ে নিজেদের মধ্যে সচেতনতা গড়তে বৃহস্পতিবার কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ও সেবিকাদের একটি আলোচনা হয়। এই আলোচনায় ৩০ জন স্বাস্থ্য কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ বিদ্যালয়ের উন্নয়নে পঁচিশ হাজারের আর্থিক অনুদান অবসরপ্রাপ্ত শিক্ষকের

মেডিক্যাল কলেজের এমএসভিপি রাজীব প্রসাদ বলেন, এখন পর্যন্ত স্বাস্থ্য দফতরের কোন সতর্কবার্তা না থাকলেও আমরা এই ভাইরাসের আক্রমণ প্রতিরোধে সচেতনতা বাড়াতে এবং নিজেদের মধ্যে ধারণার জন্ম দিতে একটি আলোচনার আয়োজন করেছি।

কারণ এ নিয়ে মানুষের মধ্যে কিছু ভুল বোঝা বুঝি রয়েছে। হঠাৎ কোন ঘটনা ঘটলে তার মোকাবিলায় রেডি রেফারেন্স টিম তৈরির উদ্দেশ্যই এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here