স্বাস্থ্যকর্মীরা ভোট ডিউটিতে,বন্ধ অস্ত্রোপচারের মত জরুরী পরিষেবা

0
36

মনিরুল হক,কোচবিহারঃ

health-workers-on-election-duty
নিজস্ব চিত্র

জরুরী পরিষেবা বনধ, হরতাল ইত্যাদির আওতার বাইরে থাকে। কিন্তু অদ্ভুতভাবে লক্ষ করা গেল কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের চিত্রটা অন্যরকম। লোকসভা ভোটের ডিউটি থেকে রেহাই পাননি মাথাভাঙ্গা হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা। হাসপাতালের প্রায় পঁয়তাল্লিশ জন স্বাস্থ্যকর্মীর লোকসভার ডিউটি পরেছে।

health-workers-on-election-duty
অস্ত্রোপচার কক্ষে ঝুলছে তালা।নিজস্ব চিত্র

আর চিকিৎসা পরিষেবা বাদ দিয়ে নির্বাচন কমিশনের নির্দেশে ভোট গ্রহন করাতে গেছেন। গত ১৭ই এপ্রিল থেকে টানা তিনদিন এই কাজেই ব্যস্ত থাকবেন মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।

ব্যাপক অংশের স্বাস্থ্য কর্মী পরিষেবা থেকে বাদ থাকায় হাসপাতালের চিকিৎসা পরিষেবা ভোটের আগে লাটে ওঠার মত অবস্থা।
জানা গেছে,শুক্রবার পর্যন্ত এই কারনে কোন অস্ত্রপ্রচার বা সিজার হবে না। এতে ভুক্তভোগী হচ্ছেন সাধারন গরীব রোগী ও আত্মীয় পরিজনেরা।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর হেলিকপ্টার তল্লাশি করে সাসপেন্ড আইএএস

হাসপাতালের সুপার ডঃ দেবদীপ ঘোষ জানান,কিছু হাসপাতালের স্বাস্থ্যকর্মী বুধবার থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট কর্মী হিসেবে নিযুক্ত করা হয়েছে।কেন যে এমন হল বুঝতে পারছিনা।বিষয়টি মহকুমা শাসক ও মুখ্যস্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছিলো আগেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here