ফাঁসিদেওয়ায় স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি

0
40

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ

সোমবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায় একাধিক দাবিতে ব্লক স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি জমা দিলেন আশা কর্মীরা।

hospital | newsfront.co
নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে ফাঁসিদেওয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক অরুনাভ দাসের হাতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের দাবি, আশাকর্মীরা একটা প্যাকেজের টাকা পায়। কিন্তু সেই টাকা কেটে নেওয়া হয়েছে। সেই টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। আশাকর্মীদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। এর পাশাপাশি আশাকর্মীদের পিপিই কিট দিতে হবে।

আরও পড়ুনঃ তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ শতাধিক কর্মীর

এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের দার্জিলিং জেলার সহ সভাপতি জয় লোধ সহ সকল আশা কর্মীরা। এই বিষয়ে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের দার্জিলিং জেলার সহ সভাপতি জয় লোধ বলেন, ‘এদিন আমরা একাধিক দাবি নিয়ে ফাঁসিদেওয়া ব্লক স্বাস্থ্য আধিকারিককে একটি স্মারকলিপি দিলাম।

healthcare workers | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, সব বিষয় খতিয়ে দেখবেন।’ ফাঁসিদেওয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক অরুণাভ দাস বলেন, ‘এদিন আশাকর্মীরা এসেছিলেন। তাদের একটা ভুল ধারণা হয়ে যে তাদের টাকা নেওয়া হয়েছে।

যখন এপিল ও মে মাসে লকডাউন কড়াকড়ি ছিল তখন আশা কর্মীরা মিটিং করেছিলেন। সেই সময় আমরা মিটিং করার জন্য বারণ করেছিলাম। সেই টাকাই কেটে নেওয়া হয়েছে। তা ছাড়া কোন ব্যাপার নেই।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here