শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
গঙ্গারামপুর থানার পুলিশের লালার নমুনা সংগ্রহ করার কাজ শুরু হল। শুক্রবার গঙ্গারামপুর ব্লক চত্বরে ক্যাম্প করে লালার নমুনা সংগ্রহ করেন গঙ্গারামপুর ব্লক স্বাস্থ্যকর্মীরা।
উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু,টাউনবাবু গৌরব হাসদা,গঙ্গারামপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ কৌশিক আদিত্য সহ প্রমুখ। এদিনের এই ক্যাম্প থেকে মোট ৪৭জনের লালার নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ৩০জন পুলিশকর্মী ও বাকি ১৭জন সিভিক ভলান্টিয়ার।
জানা গিয়েছে জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোটা দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত থানার পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের লালার নমুনা সংগ্রহ করার কাজ শুরু হয়েছে।
সেই মত, শুক্রবার গঙ্গারামপুর থানার পুলিশ কর্মীদের লালার নমুনা সংগ্রহ করার কাজ শুরু করলো ব্লক স্বাস্থ্য আধিকারিকরা।
আরও পড়ুনঃ শীততাপ নিয়ন্ত্রিত প্রসূতি বিভাগ চালু হল জয়পুর গ্ৰামীণ হাসপাতালে
করোনা মোকাবিলায় গোটা দেশের সাথে সাথে রাজ্যজুড়ে চলছে লকডাউন। লকডাউনের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করেছেন তাদের মধ্যে পুলিশ প্রশাসন অন্যতম।
তাদের সুরক্ষার কথা মাথায় রেখে এবারের গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও শুরু হল পুলিশের লালার নমুনা সংগ্রহের কাজ। সেই মত গঙ্গারামপুর থানার ৪৭জন পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের লালার নমুনা সংগ্রহ করলো ব্লক স্বাস্থ্য আধিকারিকগণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584