বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত দাঁতন

0
33

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ফের বিজেপি তৃণমূল সংঘর্ষ উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার ঘোলাই এলাকা। আহত ৫-৭ জন তৃণমূল কর্মী, অভিযোগের তীর বিজেপির দিকে।

Heated Dantan in BJP-TMC clash
চিকিৎসাধীন আহত। নিজস্ব চিত্র

স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ গত খড়্গপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ভোটে বিজেপি হেরে যাওয়ায় সন্ত্রাস করছে গোটা এলাকায়। অভিযোগ শনিবার সন্ধ্যায় হঠাৎ কিছু বিজেপির দুষ্কৃতী বাহিনী আমাদের কর্মীদের উপর চড়াও হয় এবং মারধর করে। এতে গুরুতর আহত হয় ৫ থেকে ৭ জন তৃণমূল কর্মী, তাদের শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ায় ৫ জনকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব, পাল্টা বক্তব্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফলেই এই ঘটনা। যদিও গোটা এলাকা উত্তপ্ত রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here