তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে উত্তপ্ত মল্লারপুর

0
54

পিয়ালী দাস, বীরভূমঃ

Heated mallalpur due to Tmc bjp collision
নিজস্ব চিত্র

জয় শ্রীরাম” ধ্বনি নিয়ে ফের উত্তপ্ত বীরভূম।অভিযোগ, গতকাল রাতে বিজেপি-র কর্মী সমর্থকরা “জয় শ্রীরাম” ধ্বনি দিলে তাদের উপর হামলা করে তৃণমূল কংগ্রেস।
শুরু হয় হাতাহাতি,ধস্তাধস্তি।

ঘটনায় জখম উভয় পক্ষের মোট এগারো জন।তাদের মল্লারপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

Heated mallalpur due to Tmc bjp collision
নিজস্ব চিত্র

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে।বীরভূমের মল্লারপুর থানার ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া গ্রামে বিজেপি কর্মীরা একটি বিজয় মিছিল করে।মিছিলে “জয় শ্রীরাম” ধ্বনি দেওয়া হয়। তারপর থেকেই ওই গ্রামে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে উত্তেজনা চলছিল।গতকাল আবার বিজেপি কর্মীরা “জয় শ্রীরাম” বলায় হাতাহাতি বেধে যায় দু’পক্ষের মধ্যে।

বিজেপি কর্মী বুদ্ধদেব লেটের অভিযোগ,”তৃণমূলের মানিক লেট এবং তার ছেলে অভিজিত বিজয় মিছিলের দিন থেকেই আমাদের মারার চেষ্টা করছিল।যদিও সেদিন তারা পারেনি।পরে আমাকে আক্রমণ করে।আমাদের কর্মীদের মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়।কাল রাতে বহিরাগতদের নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়।”

তৃণমূলের তরফে অবশ্য সব অভিযোগ অস্বীকার করা হয়। তাদের পালটা অভিযোগ, “আমাদের এই এলাকায় বিজেপি বেশি ভোট পেয়েছে। আর তারপর থেকেই তারা তৃণমূল সমর্থকদের হুমকি দিচ্ছে।গতকাল রাতে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করে।”

বিজেপি-র ময়ূরেশ্বর ব্লক সভাপতি বুদ্ধদেব মণ্ডল বলেন,”১ জুন আমাদের বিজয় মিছিল হয়েছে।সেই মিছিলে ছেলেরা জয় শ্রীরাম ধ্বনি তুলেছিল।সেখানেই তৃণমূলের রাগ।এছাড়াও তৃণমূলের রাগের আরও একটি কারণ হল পারুলিয়া গ্রামে বিজেপি অনেক বেশি ভোট পেয়েছে।তারপর থেকেই তৃণমূলের লোকেরা বাইরে থেকে লোক এনে এলাকায় সন্ত্রাস ছড়াতে চাইছে।আমরা এই ঘটনার প্রতিবাদ করব সাধারণ মানুষকে পাশে নিয়ে।”

আরও পড়ুনঃ কেশপুরে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

ঘটনার পর এলাকায় মোতায়েন করা রয়েছে পুলিশ।মল্লারপুর থানার পুলিশ জানিয়েছে,তৃনমুল এবং বিজেপি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে,ঘটনার তদন্ত চলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here