পিয়ালী দাস,বীরভূমঃ
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নানুরের নতুনগ্রাম এলাকা।তিনটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ ঘটনায় আহত হয়েছে দু’জন৷ খবর পেয়ে ঘটনাস্থানের পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।নানুরের বেশিরভাগ এলাকায় ১০০ দিনের টাকার ভাগ বা এলাকা দখল নিয়ে প্রায়ই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়ে থাকে। নানুরের বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের নতুনগ্রামেও গতকাল এমনই সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে খবর,ওই এলাকায় তৃণমূলের দু’টি গোষ্ঠী রয়েছে।দলের বুথ কমিটির দুই সদস্য আবদুল রহিম ও শেখ আলম গোষ্ঠীর মধ্যে এলাকার দখল নিয়ে দ্বন্দ্ব রয়েছে।গতরাতে একজনের মোবাইল কেড়ে নেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে বচসা শুরু হয়৷ এরপর তা সংঘর্ষের আকার নেয়৷ লাঠি, বাঁশ নিয়ে চলতে থাকে লড়াই ছোড়া হয় ইট।তিনটি খড়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ৷
ঘটনায় আহত হন দুই গোষ্ঠীর দু’জন৷তারমধ্যে আবদুল রহিম গোষ্ঠীর অনুগামী নুরুল হাসান গুরুতর আহত বলে জানা গেছে। তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।
খবর পেয়ে রাতেই গ্রামে যায় পুলিশ।গ্রামবাসীরা নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।আজও গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।যদিও, এই প্রসঙ্গে তৃণমূলের জেলা নেতৃত্ব কোনও মন্তব্য করতে চায়নি।
আরও পড়ুনঃ পনেরোটি গরু সহ গ্রেফতার দুই পাচারকারী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584