তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নানুর,অবরুদ্ধ পুলিশ

0
97

পিয়ালী দাস,বীরভূমঃ

ভোট পরবর্তী হিংসায় এবারে বীরভূমের নানুর থানা চারকোল গ্রাম।অভিযোগ শুক্রবার সন্ধ্যায় বাইকে চেপে এক বিজেপি কর্মী বাড়ি ফিরছিলেন,সেই সময় তৃণমূলের বেশ কয়েকজন কর্মী উল্টো দিক থেকে বাইকে চেপে এসে ওই বিজেপি কর্মীর প্রথমে পথ আটকায়,পড়ে তাকে রাস্তায় ফেলে মারধর করে।বিজেপি কর্মীকে মারধর হচ্ছে শুনে স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে তেড়ে যায় ওই তৃণমূল কর্মীদের দিকে।বিপদ বুঝে বাইক ছেড়ে দৌড়ে দিয়ে পালিয়ে যায় তৃনমূল কর্মীরা।
তৃণমূল কর্মীদের না পেলেও স্থানীয় বাসিন্দারা ফেলে যাওয়া বাইক গুলিকে ভাঙচুর করে।

Heated nanur due to tmc bjp collision
উত্তেজনা।নিজস্ব চিত্র

তারপর থেকেই উত্তেজনা ছড়ায় গোটা চারকোল গ্রাম জুড়ে।তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফের হামলা চালাতে পারে এই আশঙ্কায় রাতভর এলাকার বিজেপি কর্মীদের সাথে গ্রামের মহিলারা হাতে লাঠি নিয়ে গ্রাম পাহারা দেয়। সকালবেলায় নানুর থানার পুলিশ এলাকায় গেলে হাতে লাঠি-সোটা নিয়ে মহিলারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে।

আরও পড়ুনঃ শালবনীতে বিজেপির তান্ডব,ঘরছাড়া তৃণমূল কর্মীরা,প্রশ্ন পুলিশের ভূমিকায়

কার্যত পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে।উত্তেজিত জনতার সামনে তারা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর অন্য কিছু করতে পারে না। পুলিশ গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করলে গ্রামবাসী কোনোভাবে পুলিশের কথা শুনতে চায়নি। পুলিশের সামনেই মহিলারা লাঠি নিয়ে বারবার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়ি আক্রমণের চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক দেখে চালকল গ্রামে নানুর থানার পুলিশ পরে বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে গোটা গ্রাম জুড়ে রুটমার্চ করে।আপাতত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here