নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রুগী মৃত্যু কে ঘিরে উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুরের শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার শালবনী হাসপাতাল চত্ত্বরে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সকালে শালবনীর চকতারিণীর বাসিন্দা সেক সিরাজুল খাঁ(৫০)পেটের সমস্যার কারনে সকালে ভর্তি হন।
ভর্তি করার পরই চিকিৎসক শ্বাসকষ্ট হচ্ছে দেখে ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই রুগী মারা যায়।এতেই ক্ষিপ্ত হয়ে উঠে মৃতের পরিবারের লোকেরা।
তাদের বক্তব্য চিকিৎসক ঠিক মতো না দেখেই চিকিৎসা করার ফলেই রুগীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ ডোমকলে বুথ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩
হাসপাতাল চত্ত্বরে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে শালবনী থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।অন্য দিকে হাসপাতাল বিএমওএইচ ডঃ অভিষেক মিদ্যা পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।বর্তমানে হাসপাতাল চত্বরে উত্তেজনা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584