মেঘমুক্ত আকাশ উপছে পড়া ভিড় বর্ধমানে

0
101

সুদীপ পাল বর্ধমান

মেঘ-রোদ-বৃষ্টির লুকোচুরি আপাতত নেই। গতকাল থেকেই বৃষ্টির প্রভাব বর্ধমানে না থাকায় মণ্ডপে দর্শনার্থীদের ভিড় ছিল ব্যাপক।

নিজস্ব চিত্র

আজ সপ্তমীর সকাল থেকে নির্দিষ্ট আচার বিধি মেনে শুরু হয়েছে বাঙালি দুর্গা উৎসব। গতকাল পূর্ব থেকে পশ্চিম বর্ধমান সব জায়গাতেই ছিল জনজোয়ার। সন্ধ্যের পর থেকেই মণ্ডপে মণ্ডপে দীর্ঘলাইন পড়তে দেখা যায়।
বর্ধমান শহরে ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলা পুলিশ যান নিয়ন্ত্রণ শুরু করেছে।

পণ্যবাহী যান ষষ্ঠীর দিন থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিকেল চারটে থেকে পরদিন ভোর চারটে পর্যন্ত শহরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

নিজস্ব চিত্র

পূর্ব বর্ধমান জেলা পুলিশের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর পাল্লা মোড়, ডিভিসি মোড়, তেজগঞ্জ প্রভৃতি মোড় দিয়ে কোন বড় গাড়ি যাতায়াত করতে দেওয়া হবে না।

তাছাড়া বর্ধমান শহরে প্রবেশ করতে গেলে নবাবহাট এবং উল্লাস মোড় অতিক্রম করতে হয়। সেখানে পুলিশ মোতায়েন থাকবে সব সময়। যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে যাতে দর্শনার্থীরা আরও ভালোভাবে পূজো দর্শন করতে পারেন। বর্ধমানের সাবেকি পুজোর সাথে সাথে থিমের পুজোর ব্যাপক প্রচলন দেখা যাচ্ছে।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পঞ্চমীর সন্ধ্যায় বিধাননগর মাতলো দিদি নং ১ এ

কোথাও বৃক্ষরোপণ কোথাও বন্যপ্রাণী সংরক্ষণের মতো বার্তা দিচ্ছেন পুজো কমিটির সদস্যরা। বর্ধমান সদর শহর ছাড়া বড়শূল, শক্তিগড় এলাকাগুলিতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

বর্ধমানের অন্নদাপল্লী সার্বজনীন তাদের মন্ডপ সাজিয়েছে থ্রিডি প্রযুক্তিতে। বর্ধমান শহরের খোসবাগান সর্বজনীনের মণ্ডপে রয়েছে মধুবনী ছোঁয়া, আলিয়া গ্রাম সার্বজনীন সাজিয়েছে ময়ূরের আদলে মন্ডপ।

বর্ধমানের বাসিন্দা সুদর্শন মন্ডল বলেন, যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল তাতে মনে হচ্ছিল এবারের পূজো ভেস্তে গেল। কিন্তু এখন বৃষ্টি নেই, মেঘমুক্ত আকাশ। তাঁর আশা এরকম মেঘমুক্ত আকাশ বাকি দিনগুলোতেও থাকবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here