রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া দপ্তর

0
136

শুভশ্রী মৈত্র, কলকাতাঃ

মার্চের শেষের দিকে গ্রীষ্মের দাবদাহে জ্বলছে রাজ্য। সকাল থেকেই কাঠফাটা রোদ্দুরে ঘর থেকে বেরোনোই দায়। তবে এর মধ্যেই স্বস্তির আশ্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সোমবার সন্ধ্যার পর রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানালো আবহাওয়া দপ্তর।

weather | newsfront.co
প্রতীকী চিত্র

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২৫.৮ ডিগ্রির কাছাকাছি। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা বেড়ে হয় ২৫.১ ডিগ্রি।

আরও পড়ুনঃ এক যুবককে সপাটে চড় কষিয়ে বিতর্কে টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়

আজ, সোমবারও ঊর্ধমুখী তাপমাত্রার পারদ। এদিন শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৯০ শতাংশ। তবে বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও আপাতত শুষ্ক গরমের হাত থেকে রেহাই মিলবে না খুব বেশি হেরফের হবে না তাপমাত্রারও,দাবি হাওয়া অফিসের।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে গুলি চালনার ঘটনায় অধিকারী পরিবারই ষড়যন্ত্রকারীঃ মমতা

পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়াতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

তবে অন্যান্য জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং এপ্রিলের গোড়ার দিকেই তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here