ডায়রিয়ার প্রকোপ কালনায়

0
80

শ্যামল রায়,কালনাঃ

একদিকে প্রচন্ড গরম অন্যদিকে কালনা শহরের বিভিন্ন ওয়ার্ডে ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীর মধ্যে।মঙ্গলবার পর্যন্ত কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৪০ জন।

কালনা হাসপাতালে সুপার কৃষ্ণচন্দ্র বড়াই জানিয়েছেন যে যারা অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে গিয়েছেন বাড়ি ছুটি নিয়ে চলে যাচ্ছেন অনেকেই।

তবে ডায়রিয়া হওয়ার পিছনে কারন কি এক চিকিৎসাকের দল খতিয়ে দেখছেন। ওই শহরের বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে তারা পরীক্ষা চালিয়েছেন।তবে অন্য সূত্রে খবর অসুস্থতার সংখ্যা ইতিমধ্যেই একশো ছাড়িয়ে যাবে।

অনেকেই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে তবে কালনা পৌরসভা চেয়ারম্যান দেবপ্রসাদ ভাগ জানিয়েছেন যে ইতিমধ্যেই অসুস্থদের পাশে দাঁড়িয়েছেন এবং একটি স্বাস্থ্যকর্মীদের টিম বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে চিকিৎসার জন্য সমস্ত রকম ওষুধপত্র দিচ্ছেন।

কি কারণে ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন তার সঠিক তথ্য উঠে না এলেও পৌরসভা ঝুঁকি নিতে রাজি নয় তাই ওটা পৌরসভার পক্ষ থেকে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার উদ্যোগ ও ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ স্যালাইন ইঞ্জেকশন সহ ডায়রিয়ায় আক্রান্ত বন্ধুর সাথে সেলফি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে গত শনিবার রবিবার থেকে অনেকেই পেটে ব্যথা বমি পায়খানার মত উপসর্গ নিয়ে কালনা হাসপাতালে ভর্তি হতে শুরু করে ইতিমধ্যেই ৭ নম্বর ওয়ার্ডের বারুইপাড়া লাল বাগান পার্টি লক্ষণ পারা  ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রয়েছেন।তবে পুরসভা সূত্রে জানা গিয়েছে যে খাদ্য বিষক্রিয়ার কারণে এই ধরনের ডায়রিয়ার প্রকোপ বাড়তে পারে এবং আক্রান্ত হতে পারেন বাসিন্দারা।

তবে সব দিক দিয়েই খতিয়ে দেখছে পৌরসভা।বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার করার কাজও শুরু করে দিয়েছে পৌরসভা।

পৌরসভার নল বাহিত জল পরীক্ষার উদ্যোগ নিয়েছি বলে জানিয়েছেন চেয়ারম্যান।একটি মেডিকেল টিম ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে অসুস্থদের সুস্থ করার কাজে হাত দিয়েছে পৌরসভা এবং হাসপাতাল।

হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই জানিয়েছেন যে আক্রান্তদের অবস্থা কখন কি রকম ঘটে তার রিপোর্ট দিতে বলা হয়েছে চিকিৎসাধীন ডাক্তার এবং নার্সদের কে।তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here