নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
২২ থেকে ২৪ শে অক্টোবর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও ঘুর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই মত গতকাল থেকে নিম্নচাপের জেরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া শুরু হয়।
মূলত উপকূল এলাকায় তার প্রভাব বেশি পড়বে বলে জানানো হয়। তাই দীঘা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দীঘায় সতর্কতা জারি করা হয়েছে, সেই সঙ্গে সমুদ্রে মৎস্যশিকার ও পর্যটকদের সমুদ্রে নামা সম্পূর্ণ বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ পুকুরগর্ভে বাড়ি তলিয়ে যাওয়া ঘিরে চাঞ্চল্য কোলাঘাটে
দীঘা থানার পুলিশ সাথে শুক্রবার এনডিআরএফ -এর প্রতিনিধিরা এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। যেকোন সময় ভারী থেকে অতিভারী বৃষ্টি ও ঝড় হতে পারে তাই জেলা প্রশাসন আগে থেকেই তৎপর রয়েছে।
আরও পড়ুনঃ মহাসপ্তমীতেই শুরু হল কলকাতা-পোর্ট ব্লেয়ারের উড়ান
করোনার কারণে দীর্ঘদিন দীঘার পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য বন্ধ থাকলেও তা এখন খুলে গিয়েছে। তার ফলে পুজোর ছুটি কাটাতে দীঘায় প্রচুর সংখ্যক পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে দীঘার পর্যটন কেন্দ্রে। এমন সময় প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে দীঘায় বেড়াতে আসা বহু সংখ্যক পর্যটক সমস্যায় পড়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584