ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
আপাতত কয়েকদিন এরাজ্যে শীতের আমেজ একটু হলেও কম থাকবে।খবর আবহাওয়া বিশেষজ্ঞ সূত্রে।বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত বিস্তৃত হয়েছে । ফলে প্রভাবিত হয়েছে শ্রীলঙ্কা সহ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার আবহাওয়া। আর ঠিক এই কারণেই পশ্চিমবঙ্গের আকাশেও মেঘের ঘনীভবন বর্তমান।সোমবার ও মঙ্গলবার কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা গুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে।গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৪৮ ঘন্টা ঝোড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস।বিশেষ সতর্কতা জারি উপকূলবর্তী মৎস্যজীবীদের প্রতি। আবহাওয়া সূত্রের খবর,বৃষ্টির ফলে তাপমাত্রা একটু কমলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে ।ফলে উত্তরের ঠান্ডা বায়ু বাধা প্রাপ্ত হওয়ার আশঙ্কা।তাই এক্ষুনি শীতের আগমন হচ্ছে না।তবে আকাশ স্বাভাবিক হলে হয়তো তার পরেই শীতের আগমন।
আরও পড়ুনঃ পর্যাপ্ত বৃষ্টির অভাবে ধানচাষে সঙ্কটের ছায়া
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584