নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বৃষ্টির পরিমানের দিক দিয়ে আলিপুরদুয়ারে গত পাঁচ বছরের রেকর্ডকে ঝাপিয়ে গেছে এই বছরের বৃষ্টিপাত।
আলিপুরদুয়ার জেলা কৃষি দপ্তর সুত্রে জানা গেছে, গত পাচ বছরে আলিপুরদুয়ার জেলাতে ফেব্রুয়ারি মাসে গড় বৃষ্টিপাত হয়েছিল ১৯ দশমিক ১৪ মিলিমিটার।
সেখানে এই বছর ফেব্রুয়ারি মাসে বৃষ্টিপাতের পরিমান ২৯.০২ মিলিমিটার। একই ভাবে পাঁচ বছরে মার্চ এপ্রিল মে জুন ও জুলাই মাসে গড় বৃষ্টিপাতের পরিমান ছিল যথাক্রমে ৫৩.৭৮ মিমি, ১৪২. ৪৭ মিমি, ৩৫৬.০২ মিমি, ৮১৪. ৫৮ মিমি ও ৬০৬. ২৮ মিমি।
কিন্তু এই বছর এই বছর এই পাঁচ মাসে বৃষ্টিপাত হয়েছে ৪১. ৫৪ মিমি, ১৭২. ৭৪ মিমি, ৩৭৮. ৮ মিমি,৬১২ মিমি ও ১২৬৯. ৩ মিমি। আর এই অতিবৃষ্টির ফলেই মুখে চওড়া হাসি আমন ধানের চাষিদের।
আরও পড়ুনঃ রাত থেকে অঝোর বৃষ্টি আলিপুরদুয়ারে
আলিপুরদুয়ার জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর হরিশ চন্দ্র রায় বলেন,“ গত পাঁচ বছরের গড় বৃষ্টিপাতের তুলনায় এই বছর বৃষ্টিপাত বেশি হয়েছে।
এই বৃষ্টিপাতের ফলে আমাদের আমন ধান চাষাবাদের নব্বই শতাংশ চারাগাছ রোপন সম্পূর্ন হয়ে গেছে। আশা করছি এবার জেলাতে ধানের ফলন বাড়বে। এবার জেলাতে পাঁচ লক্ষ টনের বেশি ধান উৎপাদন হওয়ার আশা করছি আমরা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584