মঙ্গলবার থেকে রাজ্যে ফের বাড়বে বৃষ্টির দাপট, জানাল আবহাওয়া দফতর

0
64

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। আকাশে মেঘ-রোদ্দুরের লুকোচুরি যেন লেগেই রয়েছে। আর বৃষ্টি থামলেই ভ্যাপসা গরম, অস্বস্তি আরও বাড়িয়ে দেয়। তবে এবার স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবারও একইরকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। মঙ্গলবার থেকে ফের বাড়বে বৃষ্টির দাপট।

Heavy Rain

আবহাওয়া দফতরের পূর্ভাবাস অনুযায়ী, রবিবার সারাদিন কলকাতায় মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে।

আরও পড়ুনঃ পার্ক স্ট্রিটের হোটেলে বিধিনিষেধের বড়াই না করেই রাতভর পার্টি, গ্রেফতার ৩৭

মৌসম ভবনের পূর্বাভাস, আজ, রবিবার অন্ধ্র উপকূলের কাছে নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরেই মধ্য ভারত ও ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গল ও বুধবার ডুয়ার্সের জেলাগুলির দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ এবার কাপ্পা ভ্যারিয়ান্ট! মিলল উত্তরপ্রদেশে দুজনের শরীরে

গত ১৯ জুনের পর থেকে মৌসুমী বায়ু অমৃতসর আম্বালার উপরে থমকে গিয়েছিল। দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা থেকে রাজস্থানের বাকি অংশে আগামী দু-তিনদিনের মধ্যে মৌসুমী বায়ু পৌঁছে যাবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গোটা ভারতবর্ষ জুড়ে মৌসুমী বায়ু প্রভাব বিস্তার করবে। বৃষ্টি বাড়বে উত্তর-পশ্চিম ভারতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here