মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
গভীর নিম্নচাপের জেরে গত বুধ ও বৃহস্পতিবার টানা বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে। ফলে জলমগ্ন হয়ে পড়েছিল কলকাতা-সহ একাধিক জেলা। প্রবল বর্ষণে নাজেহাল হয়েছিল জনজীবন। শুক্রবার বাংলা থেকে ধীরে ধীরে কেটেছে নিম্নচাপ। তবে আকাশে রয়েছে মেঘের ভ্রুকুটি। টানা বৃষ্টি আপাতত হচ্ছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে। আকাশ মোটামুটিভাবে মেঘলা থাকবে। আবহাওয়ায় থাকবে অস্বস্তিও। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিতে ফের ভিজবে উত্তরবঙ্গ। যার মধ্যে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, যে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সুস্পষ্ট নিম্নচাপ সরে উত্তরপ্রদেশে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুনঃ দেশে দৈনিক মৃত্যু ৫০০- এর ওপরেই, বৃদ্ধি অ্যাকটিভ কেসে
সোমবার দার্জিলিং, কালিম্পং-এ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বাকি তিন জেলার চেয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। বৃষ্টিতে ধস নামতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বাড়বে নদীর জলস্তর।
আরও পড়ুনঃ ভোটে হারার পরে কাজে লাগছে না হেস্টিংস কার্যালয়, তিনটি তলা ছেড়ে দিল বিজেপি
বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় বৃষ্টির পূর্বাভাস। নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসের আশঙ্কা বাড়ছে হাওড়া, পশ্চিম মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায়। বগত কয়েকদিনের টানা বৃষ্টির করণে জায়গায় জায়গায় জল জমে আছে। বহু মানুষ ঘরছাড়া। এর মধ্যে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস। এই বৃষ্টিপাতের জেরে নদীর জলস্তর বেড়ে গিয়ে একাধিক জেলায় বাঁধ ভেঙে জল ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584