নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বৈশাখের শুরুর সাথে সাথেই রাজ্যের একাধিক জেলায় হালকা ও ভারী বৃষ্টিপাত হওয়ার বার্তা দিয়েছিল হাওয়া অফিস। শুধু বৃষ্টিই নয়, তারই সাথে বইতে পারে ঝড়ো হওয়া, এমনকি পড়তে পারে শিলাও। আর আবহাওয়া দফতরের অনুমান অনুযায়ী বুধবার ঠিক সন্ধ্যে বেলাতেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার সাথে নামলো মুশলধারায় বৃষ্টি।
এমনকি হালকা ঝড়ো হাওয়ার প্রভাব পড়ল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক, নন্দকুমার সহ বিভিন্ন জায়গায়। এদিন এখানে ঝড় ও বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে প্রায় ২৫ থেকে ৫০ গ্রাম ওজনের শিলাও পড়েছে এলাকায়।
আরও পড়ুনঃ পায়ে হেঁটেই টাটা নগর থেকে মেদিনীপুর শহরে পরিযায়ী শ্রমিকরা
যদিও প্রখর রোদের হাত থেকে এই বৃষ্টি একটু স্বস্তি দিয়েছিল জেলাবাসীকে, কিন্তু অন্য দিকে গোদের ওপর বিষ ফোঁড়ার মতো কপালে ভাঁজ ফেলল ধান ও ফুল চাষ, এবং পান বরজের চাষেও। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উপকূলবর্তী এলাকা তথা দিঘা সহ কাঁথি এগরাতে হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবে যাই হোক গ্রীষ্মের প্রখর তাপ থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলার মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584