বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত, রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস 

0
82

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

টানা বৃষ্টির জেরে জলমগ্ন তিলোত্তমা। কোথাও এক হাঁটু তো কোথাও এক কোমর, জলযন্ত্রণা থেকে রেহাই পাচ্ছেন না কলকাতাবাসী। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও জলযন্ত্রণার চিত্র উঠে এসেছে। হাওড়ার কারশেডে জল জমে থাকায় এখনও দেরিতে চঢ়ছে ট্রেন। লাইনে জল দাঁড়িয়ে থাকায় বাতিল হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। এরই মধ্যে মঙ্গলবার অশনী সংকেত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Thunder storm
সৌজন্যেঃ এপি

সপ্তাহান্তে বঙ্গোপসাগরের উপর জোড়া ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস আগেই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরপর দুটি ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্তের অভিমুখ বাংলা-ওড়িশা উপকূলের দিকে। তার জেরে রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ আদালতে খারিজ অভিষেকের আগরতলায় মিছিলের আবেদন, জমায়েতে নিষেধাজ্ঞা বিপ্লব দেব সরকারের

জোড়া ঘূর্ণাবর্তের জেরে কলকাতা ছাড়া দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। লাগাতার বৃষ্টি, বন্যা পরিস্থিতি, উদ্ধারকার্য নিয়ে বুধবার নবান্নে দক্ষিণবঙ্গের সব জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনোদ কুমারও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here