ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
আজ সকালে মুম্বাই বিমানবন্দরে নির্দিষ্ট সময়ে পৌঁছেও বিমানে উঠতেই পারলেন না বহু যাত্রী। ফ্লাইট মিস করা যাত্রীরা স্বাভাবিক ভাবেই ক্ষোভে ফেটে পড়েন, পাশাপাশি লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য যাত্রী- সে এক ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতি।
যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ আজকের অতিরিক্ত ভিড়-কে ‘উৎসবের মরশুম’-এর পরিস্থিতি বলেই ব্যাখ্যা করেছেন। অন্যদিকে ইন্ডিগো বিমান সংস্থা তাদের যাত্রীদের সিকিউরিটি চেক-এর জন্য হাতে যথেষ্ট সময় নিয়ে বিমানবন্দরে রিপোর্ট করার পরামর্শ দিয়ে টুইট করেছে।
#6ETravelAdvisory: Heavy rush at #Mumbai and #Chennai Airport. Passengers are advised to report early to allow sufficient time for security check.
— IndiGo (@IndiGo6E) October 8, 2021
ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমান বন্দরের কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে এবং অন্য বিমানবন্দরে বিভিন্ন হুমকির কারণে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
আরও পড়ুনঃ ভারতে আসতে পারবেন বিদেশী পর্যটকরা, ১৮ মাস পর টুরিস্ট ভিসা দেওয়া শুরু করল কেন্দ্র
T2 AT CSMIA (Mumbai Airport) is a shambles.
Literally feels like we're in the dark ages. Endless milling crowds, machines breaking down, tempers frayed, chaos everywhere. Staff doing their best but absolutely unable to cope.
Who runs this absolute shitshow? Please tag them.
— VISHAL DADLANI (@VishalDadlani) October 8, 2021
এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, “যাত্রী নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সে কারণেই অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।“
আরও পড়ুনঃ ভিড় নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তা, ছোট পুজোতেও পাহারায় কলকাতা পুলিশ
Complete chaos at Mumbai airport and the poor admin/officials have no idea how to control it. Proper mismanagement. @AdaniOnline @CSMIA_Official pic.twitter.com/dXElWci8pM
— Neelesh Arora (@AroraNeelesh) October 8, 2021
বহু যাত্রী অভিযোগ তুলেছেন ব্যাপক ভিড়ে কোভিড প্রোটোকল সম্পূর্ণ ভাবে লঙ্ঘন করা হয়েছে, তবে সে অভিযোগ মানতে নারাজ বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের দাবি যাবতীয় কোভিড প্রোটোকল নাকি অনুসরণ করা হয়েছে আজকের ভিড়েও। তবে এও জানানো হয়েছে যে, আগামী ২০ অক্টোবর থেকে বিমানবন্দরের টার্মিনাল ১-এর অপারেশন চালু করার পরিকল্পনা রয়েছে তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584