মুম্বাই বিমানবন্দরে অব্যবস্থায় নাকাল যাত্রীরা, ভিড়ে ভরা ছবিকে ‘উৎসবের মরশুম’ আখ্যা কর্তৃপক্ষের

0
87

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

আজ সকালে মুম্বাই বিমানবন্দরে নির্দিষ্ট সময়ে পৌঁছেও বিমানে উঠতেই পারলেন না বহু যাত্রী। ফ্লাইট মিস করা যাত্রীরা স্বাভাবিক ভাবেই ক্ষোভে ফেটে পড়েন, পাশাপাশি লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য যাত্রী- সে এক ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতি।

Mumbai airport
ছবি: টুইটার

যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ আজকের অতিরিক্ত ভিড়-কে ‘উৎসবের মরশুম’-এর পরিস্থিতি বলেই ব্যাখ্যা করেছেন। অন্যদিকে ইন্ডিগো বিমান সংস্থা তাদের যাত্রীদের সিকিউরিটি চেক-এর জন্য হাতে যথেষ্ট সময় নিয়ে বিমানবন্দরে রিপোর্ট করার পরামর্শ দিয়ে টুইট করেছে।

ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমান বন্দরের কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে এবং অন্য বিমানবন্দরে বিভিন্ন হুমকির কারণে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুনঃ ভারতে আসতে পারবেন বিদেশী পর্যটকরা, ১৮ মাস পর টুরিস্ট ভিসা দেওয়া শুরু করল কেন্দ্র

এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, “যাত্রী নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সে কারণেই অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।“

আরও পড়ুনঃ ভিড় নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তা, ছোট পুজোতেও পাহারায় কলকাতা পুলিশ

বহু যাত্রী অভিযোগ তুলেছেন ব্যাপক ভিড়ে কোভিড প্রোটোকল সম্পূর্ণ ভাবে লঙ্ঘন করা হয়েছে, তবে সে অভিযোগ মানতে নারাজ বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের দাবি যাবতীয় কোভিড প্রোটোকল নাকি অনুসরণ করা হয়েছে আজকের ভিড়েও। তবে এও জানানো হয়েছে যে, আগামী ২০ অক্টোবর থেকে বিমানবন্দরের টার্মিনাল ১-এর অপারেশন চালু করার পরিকল্পনা রয়েছে তাদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here