মনিরুল হক, কোচবিহারঃ
ভিড় এরাতে সবজি বাজার সরিয়ে নেওয়ার পরেও, কোচবিহার ভবানীগঞ্জ বাজারে হচ্ছে না ভিড় নিয়ন্ত্রণ। এদিনও মাছ বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় হয়। অনেকেই মাছ কিনতে গিয়ে ভিড় দেখে বাইরে থেকেই ফিরে যেতে বাধ্য হয়।
তবে তাঁদের অনেকে দাবি করেছেন, ভিড় নিয়ন্ত্রণ করতে হলেও মাছ বাজারকেও অন্যত্র সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। এদিন মাছ বাজারের বাইরে দাঁড়িয়ে কোচবিহার সদর গভঃ স্কুলের শিক্ষক বিজন সাহা বলেন,“সবজি বাজার সরিয়ে নেওয়ার পর ভেবে ছিলাম ভবানীগঞ্জের মাছ বাজারে ভিড় কিছুটা কমবে।ভেবে ছিলাম ফাঁকায় ফাঁকায় কিছু মাছ আনতে পারবো।
আরও পড়ুনঃ ভিন রাজ্যে কাজে গিয়ে আটক সোনামুখীর যুবক
কিন্তু কোথায় কি, একজন আরেক জনের উপড়ে উঠে বাজার করছে। গতকাল উত্তরবঙ্গেও একজন করোনা পজেটিভ পাওয়া গিয়েছে। এরপরে আর সাহস করি কি করে? তাই মাছ না নিয়েই বাড়ি ফিরে যাচ্ছি।”
আরও পড়ুনঃ লকডাউনে জাতীয় সড়কে আটকে পণ্যবাহী ট্রাক, খাবার সঙ্কটে চালক খালাসিরা
ইতিমধ্যেই ভবানীগঞ্জ বাজার থেকে সবজি বাজার তুলে নিয়ে গিয়ে শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। ফাঁকা মাঠে সেখানে বাজার বসায়, ভিড় অনেকটাই নিয়ন্ত্রণ হয়েছে। কিন্তু সমস্যা থেকে গেছে মাছ বাজার নিয়ে।
শেডের ভিতরে চাপা গলির মধ্যে গিয়ে মাছ কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। সেখানে যে ভাবে দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করতে বলা হয়েছে, সেটা মেনে চলা সম্ভব নয়। তাই এবার কোচবিহার ভবানিগঞ্জের মাছ বাজার নিয়ে প্রশাসন কি সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584