অসুস্থদের জন্য চালু হেলিকপটার, গঙ্গাসাগরে নতুন করে আশা তীর্থযাত্রীদের

0
80

সিমা পুরকাইত, দ‌ক্ষিণ ২৪ পরগণাঃ

helicopter help to injured pilgrim at gangasagar mela | newsfront.co
অসুস্থদের নিয়ে এসএসকেএমে পাড়ি হেলিকপ্টারের। নিজস্ব চিত্র

রাজ্য সরকারের দাবি–‌সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। গঙ্গাসাগর মেলায় মকর সংক্রান্তির পুণ্য স্নান করতে দেশের বিভিন্ন রাজ্য থেকে কয়েক লক্ষ মানুষ ভিড় করেন কপিলমুনির আশ্রমে। তবে রাজ্য সরকারের তৎপরতায় ২০২০-র গঙ্গাসাগর মেলায় ঘটল নজিরবিহিন ঘটনা, যা রাজ্যের কোনও মেলায় ঘটেনি বলে দাবি রাজ্য সরকারের।

helicopter help to injured pilgrim at gangasagar mela | newsfront.co
রাতের গঙ্গাসাগর। নিজস্ব চিত্র
helicopter help to injured pilgrim at gangasagar mela | newsfront.co
জলে থইথই সাংবাদিকদের আস্তানা। নিজস্ব চিত্র

জানা যায়, পরিবারের সাথে পুণ্য স্নান করতে এসে সাগরে অসুস্থ হয়ে পড়ে দুই তীর্থযাত্রী। তখনই তড়িঘড়ি দুই তীর্থযাত্রীকে উদ্ধার করে হেলিকপ্টারে করে ২৫ মিনিটে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি হেলিকপ্টারে নিয়ে যাওয়ার সময়ও চিকিৎসা চলতে থাকে।

আরও পড়ুনঃ শঙ্করাচার্যের চোখে এনআরসি সঠিক পদক্ষেপ হলেও হিন্দু-মুসলিম বিভেদ অপ্রীতিকর

helicopter help to injured pilgrim at gangasagar mela | newsfront.co
স্ট্রেচারে করে হেলিকপ্টারে তোলা হচ্ছে অসুস্থদের। নিজস্ব চিত্র
helicopter help to injured pilgrim at gangasagar mela | newsfront.co
বিকেলের গঙ্গাসাগর। নিজস্ব চিত্র
helicopter help to injured pilgrim at gangasagar mela | newsfront.co
কপ্টারের ভিতরেও মেডিকেল হেল্পের ব্যবস্থা। নিজস্ব চিত্র
helicopter help to injured pilgrim at gangasagar mela | newsfront.co
নিজস্ব চিত্র

দুই অসুস্থ তীর্থ যাত্রী অনিমা দাস(৫৭) ও বিকাশ বেজ (৫৩)। বিকাশ বেজ হাওড়ার গজপুরের বাসিন্দা ও অনিমা দাস আসামের বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি অনিমা দাস ও হাওড়ার হাসপাতালে ভর্তি বিকাশ বেজ।

আরও পড়ুনঃ পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে মাথাভাঙ্গায়

পাশাপাশি এ বছর গঙ্গাসাগর মেলায় এখনও পর্যন্ত ১৩ লক্ষ পূর্ণার্থীর সমাগম হয়েছে বলে জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। গঙ্গাসাগর মেলাকে এ বছরই পরিবেশ বান্ধব করে তোলার কথা জানানো হয়। অন্যদিকে জোয়ারের জলে ভাসছে সংবাদমাধ্যমের তাঁবু।

ফলে জল নিয়ে রাত জেগে হোগলা তাঁবুতে বসে রয়েছে সাংবাদিকরা। এখানে অবশ্য প্রশাসনের কোনও সহযোগিতা খুঁজে পাওয়া যায়নি। হোগলা ঘরের ভিতরে জল ঢুকে যায় রাতে। ফলে মেলা কভারেজ করতে গিয়ে সংবাদ মাধ্যমকে বিপর্যয়ের মুখে পড়তে হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here