নিজস্ব সংবাদদাতা, বাসন্তীঃ
‘সেফ ড্রাইভ,সেভ লাইফ’ সচেতনতা অনুষ্ঠানে এবার বিনা হেলমেটে বাইক আরোহীদের হেলমেট প্রদান করল বাসন্তি ট্রাফিক গার্ড।সেইসাথে এদিন,সোনাখালি মোড়ে গণ-সচেতনতা মূলক পথনাটিকা, সোনাখালি জুনিয়র হাই স্কুল ও মাদ্রাসা কানজুল উলুমের প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রা,গাড়িতে গাড়িতে ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’ পোস্টার লাগানো,বৃক্ষরোপন কর্মসূচী পালন করে বাসন্তী থানা ও ট্রাফিক পুলিশের আধিকারিকেরা।
বাসন্তি ট্রাফিক গার্ডের ওসি,শেখ আসলাহ উদ্দিন মোহম্মদ এদিন জানান,”রাজ্য সরকার প্রতিটি বাইক আরোহীকে নিরাপদে দেখতে চাই।শুধুমাত্র আইনের হাত থেকে বাঁচা নয়,নিজের জীবনহানি রুখতে একজন বাইক আরোহীর হেলমেট পড়া যে কতটা জরুরী, সে বার্তাই তুলে ধরেছে আজকের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ অনুষ্ঠান।”
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও ক্যানিং দেবি দয়াল কুন্ডু, বারুইপুর জেলা পুলিশের ট্রাফিক ইনস্পেক্টর অতনু বন্দোপাধ্যায়,বাসন্তি থানার ওসি সত্যব্রত ভট্টাচার্য,বাসন্তি পঞ্চায়েত সমিতির সদস্য জালাল মোল্লা, রামচন্দ্রখালি পঞ্চায়েত সদস্য ও তৃণমূল অঞ্চল সভাপতি হায়দার গাজী প্রমুখ।
আরো পড়ুনঃ টাকার দাম পড়ছে পেট্রোপণ্যের মূল্য বাড়ছে,নিষ্পেষিত মধ্যবিত্ত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584