নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও বেলদা থানার সহযোগিতায় বুধবার বেলদায় সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ে একটি প্রচারের কর্মসূচি নেওয়া হয়।এই দিন ড্রাইভারদের ফ্রিতে মেডিক্যাল চেক আপ করা হয়।এদিন বেলদা থানার পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে বেলদার বিভিন্ন সংগঠন ও বেলদা প্রভাতি গার্লস স্কুলের ছাত্রীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।উক্ত কর্মসূচির অঙ্গ হিসাবে বিভিন্ন প্ল্যাকার্ড সহযোগে বেলদা থানা থেকে বেলদার গান্ধী মূর্তি পর্যন্ত একটি প্রচার মিছিল সংগঠিত করা হয়।এদিন পথে চলতে হেলমেট বিহীন বাইক চালকদের আটকে পথ নিরাপত্তা বিষয়ে বোঝানো হয় এবং হেলমেটের ব্যবহারের কতটা প্রয়োজন রয়েছে তা অবহিত করা হয়।সেই সঙ্গে কিছু জনকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে হেলমেট প্রদান করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত মুখার্জী,বিলদা ব্যবসায়ী সংগঠনের সম্পাদক নূর হোসেন খান,বিশিষ্ট সমাজসেবী অরুণ দেব সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আলোচনা সভা
এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত মুখার্জী বলেন – “হেলমেট শুধু পুলিশি হয়রানির জন্য নয়,নিজেদের জীবনকে রক্ষার্থে, পরিবারের কথা ভেবে,বাইক চালানোর সময় অবশ্যই ব্যবহার করা উচিত।”এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত উক্ত বক্তারা ও তাদের বক্তব্যের মাধ্যমে সেভ ড্রাইভ ও সেভ লাইফ এর প্রয়োজনীয়তা বিষয়ক মানুষদেরকে সচেতন করার চেষ্টা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584