পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
লড়িতে আগুন লেগে মৃত্যু হল লড়ির খালাসির। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের মাদারিহাট এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনলেও বাঁচাতে পারা যায়নি লরির খালাসীকে।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার জেরে দীর্ঘক্ষণ ৩১ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর ১টা নাগাদ শিলিগুড়িমুখী একটি লড়ি ইসলামপুরের মাদারিহাট এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে পৌঁছলে আচমকাই আগুন লেগে যায় লড়িটিতে। তৎক্ষণাৎ লড়ির চালক গাড়ি থেকে নেমে গেলেও খালাসী ঘুমিয়ে থাকার জন্য সে নামতে পারেনি। অগ্নিদগ্ধ হয়ে সেখানেই মৃত্যু হয় তার।
আরও পড়ুনঃ নতুন মাত্রা জোগাতে ‘দিদিকে বলো’ কর্মসূচির যাত্রাপালায় রূপান্তরণ
ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও মৃত অবস্থায় লড়ি থেকে বের করা হয় গাড়ির খালাসীকে। ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584