নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
নানা কর্মসূচির মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পালিত হলো শিক্ষক দিবস। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ভাবে পালন করলো শিক্ষক দিবসে। মেদিনীপুরের অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবার পালিত হল শিক্ষক দিবস।
এদিন সন্ধ্যায় মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি হলে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের ১২ জন কৃতি শিক্ষক ও প্রশিক্ষকে সম্মানিত করা হয়।
এদিনের অনুষ্ঠানে সম্মানিত হন মেদিনীপুর কলেজের অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষক দীপঙ্কর সন্নিগ্রাহী, ধ্বনেশ্বরপুর গোপালচন্দ্র শিক্ষা সদনের প্রাক্তন শিক্ষক যতীন্দ্র নাথ দে, বাচিকশিল্পী এবং আবৃত্তি শিক্ষিকা মোম চক্রবর্তী, সঙ্গীত শিল্পী ও সংগীত শিক্ষক রথীন দাস, বডি বিল্ডিং কোচ, নন্দলাল ভকত, যোগব্যায়াম কোচ আলোক পাল, নৃত্যশিক্ষিকা সুকান্তা চ্যাটার্জী, জিমন্যাস্টিক কোচ পরিমল অংকন শিক্ষক সুজিত দাস, সুইমিং কোচ শান্তনু ঘোষ, সমাজকর্মী ও শিক্ষক মণিকাঞ্চন রায় প্রমুখ। প্রদীপ প্রজ্জ্বলন এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়।আয়োজক সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন সম্পাদিকা সুদীপ্তা দে, চেয়ারম্যান গৌতম কুমার ভকত,সভাপতি দিলীপ মান্না প্রমুখ। পাশাপাশি বক্তব্য রাখেন উপস্থিত আমন্ত্রিত শিক্ষকবৃন্দ।
আরও পড়ুনঃ ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন জঙ্গলমহল এলাকার এক শিক্ষক
সমগ্র অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে চেষ্টার ত্রুটি রাখেননি সংস্থার কার্যকরী সভাপতি রাজ্যশ্রী মন্ডল, কোষাধ্যক্ষ ষোড়শী সিংহ, সদস্য-সদস্যা কাজল চ্যাটার্জী , মৌসুমী মান্না, শর্মিলা কোলে, সঙ্গীতা সিংহ, নরসিংহ দাস, সুব্রত মহাপাএ, আল্পনা ভুইঞা, সুতপা দত্ত, অরুণ প্রতিহার, সুমন চ্যাটার্জী, বন্দনা চক্রবর্তী, শম্পা মন্ডল, সুলেখা কর, মৈত্রেয়ী রায় চৌধুরী, নীতা সিনহা পিন্টু কর, আর কে সিনহা, ইন্দ্রদীপ সিনহা প্রমুখ। সাংস্কৃতিক কর্মসূচিত অংশ নেন শিল্পী নন্দিনী ভকত,সৃষ্টি সিংহ , সূর্য সিংহ , কৃস্ট্যাল দে,রাপ্তি মন্ডল , সৌম্য চ্যাটার্জী, শ্রেষ্ঠা সিংহ এবং বন্দনা চক্রবর্তী প্রমুখ। উপস্থিত অতিথিরা হেল্পি হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন কাজের প্রশংসা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584