নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা আক্রান্ত রোগী বা রোগীর পরিবার এবার থেকে যেকোনো দরকারে সরাসরি হোয়াটসঅ্যাপ বা ফোন মারফৎ কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। মঙ্গলবারই এ কথা জানান ফিরহাদ হাকিম।
নিজের হোয়াটসঅ্যাপ নম্বর ৯৮৩০০৩৭৪৯৩ জানিয়ে তিনি জানান, শহরে কোথাও কোনও করোনা-আক্রান্ত সমস্যায় পড়লে পুরসভার হেল্পলাইন নম্বরে না পেলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারবেন। সঙ্গে সঙ্গে পুর স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ শিল্প সম্মেলনে লগ্নির চেয়ে কি বেশি জাঁকজমকের খরচ! হিসেব তলব রাজ্যপালের
শনিবার এই সংক্রান্ত পুর-বিজ্ঞাপন পুরসভার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন পুর প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম। কোভিড-১৯ আক্রান্ত রোগীরা অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য যোগাযোগ করতে পারবেন ০৩৩ ৪০৯০২৯২৯ নম্বরে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, নাগরিকদের স্বার্থেই এই পদক্ষেপ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584