দোল উৎসবকে সামনে রেখে ভেষজ আবির তৈরি কর্মশালা বনওরীবাদ হাইস্কুলে

0
69

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

এবারের দোল ও হোলি উৎসব হোক রাসায়নিক মুক্ত আবির দিয়ে… এই স্লোগান নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, সালার বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে গাঁদা, পলাশ, পালং, বিট, অ্যারারুট, পুঁই মেচুরি এবং আরও কিছু নিত্য প্রয়োজনীয় ঘরের সামগ্রী দিয়ে ভেষজ আবির কর্মশালা অনুষ্ঠিত হলো সালার থানার অন্তর্গত বনওরীবাদ হাইস্কুলে। গতকাল দুপুর ২টা নাগাদ এই কর্মশালা উদ্বোধন করেন প্রধান উদ্যোক্তা জাবেদ ইকবাল।

Workshop
নিজস্ব চিত্র

তিনি তার উদ্বোধনী বক্তৃতায় বলেন, নিজেদের ত্বককে এবং শরীরকে সুস্থ রাখতে এবং অন্যের যাতে কোনো ক্ষতি বিশেষত চোখ বাঁচাতে এই উদ্যোগ। আর যে ব বড় বড় কোম্পানি গুলো ক্ষতিকর আবির বানিয়ে চলেছে তাদেরকেও একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হল। শনিবারের কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের প্রযুক্তি সম্প্রসারণ উপসমিতির রাজ্য কনভেনর শ্রী আশুতোষ পাল এবং বর্ধমান জেলার সম্পাদক মন্ডলীর সদস্য ড. জয়ন্ত সরকার।

Herbal Abir Workshop
নিজস্ব চিত্র

এদিনের এই কর্মশালায় সর্ব স্তরের সাধারণ ব্যক্তি থেকে ছাত্র-ছাত্রী সহ ৮০ জন উপস্থিত ছিলেন।তাদের চোখের সামনে হাতে-কলমে ভেষজ দ্রব্য দিয়ে বিভিন্ন রঙের আবির তৈরি করার কৌশল শেখানো হয় এবং তারা এদিনের অনুষ্ঠানে শপথ নেন আগামী দোল উৎসব ও হোলি উৎসবে রাসায়নিকযুক্ত রং ব্যবহার করবেন না।

আরও পড়ুনঃ হিরণ কাকা স্মৃতি কাপ জিতল সালার জায়েন্ট একাদশ

সর্বোপরি তারা জানতে পারেন যে রাসায়নিক যুক্ত এই আবির মানুষের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক সেটাও দেখানো হয়। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, রাসায়নিকের পরিবর্তে ভেষজ আবিরের ব্যবহার সর্বস্তরের জনসাধারণের কাছে পৌঁছানো সম্ভব না হলেও সাধারণ ব্যক্তি ও ছাত্র-ছাত্রীদের মাধ্যমে তা সকলের কাছে পৌঁছানোর জন্য তারা সচেষ্ট হবেন। আর ভবিষ্যতে যেন এ ধরনের রাসায়নিক রং ব্যবহার থেকে সাধারণ মানুষ বিরত থাকেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here