তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখবার উদ্দেশ্যে নবাবের শহর মুর্শিদাবাদের মতিঝিল পার্কে হেরিটেজ ফেস্টিভ্যালের সূচনা করেছে বিশ্ব বাংলা। ১১ এবং ১২ ই মার্চ এই হেরিটেজ ফেস্টিভ্যাল চলবে মুর্শিদাবাদের মতিঝিল পার্কে। অর্থাৎ আজই এর শেষ দিন।
মুর্শিদাবাদ জেলার কুটিরশিল্প যেমন তাঁত শিল্প, কাঁসা শিল্প, কুমোর শিল্প, পাট শিল্প, শোলা শিল্প সহ একাধিক ঐতিহ্যশালী শিল্প নিয়ে একটি মেলার আয়োজনের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যশালী রায়বেঁশে নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একটি ঐতিহ্যশালী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিশ্ব বাংলার পক্ষ থেকে মতিঝিল পার্কে মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যালে।
বিশ্ব বাংলার এই মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যালে মুর্শিদাবাদ শহর ও জেলার ঐতিহ্যকে তুলে ধরাই মূল লক্ষ্য বিশ্বের দরবারে বিশ্ববাংলার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584