নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কয়েক যুগ আগের একটি হেরিটেজ স্টিম ইঞ্জিন চালু করল খড়গপুর রেল বিভাগ। আজ আজ বেলা ১০ টা ৩৫ মিনিটে হেরিটেজ স্টিম ইঞ্জিনটি খড়গপুর স্টেশনে নিয়ে আসা হয়।ইঞ্জিনের পিছনে জুড়ে দেওয়া হয় কয়েকটি কামরা। এরপর ঐতিহাসিক কালের সেই নস্টালজিক শব্দ করতে করতে যাত্রা শুরু করে।স্টিম ইঞ্জিনটি প্রথমে একটি লোকাল ট্রেনকে পরীক্ষামূলক ভাবে বোর্ডিং স্কুল পর্যন্ত প্রায় চার কিলোমিটার টেনে নিয়ে যায়।ইঞ্জিনটি পরিবহন ক্ষমতা ও অন্যান্য গুণগত দিক গুলিতে উত্তীর্ণ হওয়ার পর দক্ষিণপূর্ব রেলের খড়গপুর শাখা সমস্ত আধিকারিকদের নিয়ে খড়গপুর স্টেশন থেকে পঞ্চাশ কিলোমিটার দূরের শালবনী স্টেশন পর্যন্ত যাত্রা করে। খড়গপুর রেল বিভাগের ডি আর এম জানান, আজ এক উজ্জ্বল মুহূর্তের সাক্ষী হয়ে রইল রেল বিভাগ।কয়েক যুগ পর এক প্রকার জাদুঘর থেকে নতুন করে সুসজ্জিত অবস্থায় ট্রাকে ফিরতে পারলো একটি হেরিটেজ ট্রেন।
আরও পড়ুন: বিদ্যুৎ চুরি রুখতে তৎপরতা মঙ্গলকোটে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584