বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বুদ্ধ পূর্ণিমায় আত্মঘাতী জঙ্গি হামলার ছক কষছে জেএমবি বা ইসলামিক সেস্ট। যদিও গোয়েন্দা রিপোর্টে ঠিক এমনটাই জানানো হয়েছে। আর তাই বুদ্ধ পূর্ণিমায় যে কোন গুম্ফায় আত্মঘাতী জঙ্গি হামলা হতে পারে বলে হাই এলার্ট জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে।
এবার হামলার আশঙ্কা করা হচ্ছে দার্জিলিংয়ে। সেই কারনে সমস্ত থানাগুলিকে সতর্ক থাকতে বলেছে গোয়েন্দা। বুধবার ১২৩ মাউন্টেন বিগ্রেড হেডকোয়ার্টারের তরফ থেকে জারি হয়েছে সতর্কতা। এবং জারি করা হয়েছে একটি নোটিশও। আর সেই নোটিশে আশঙ্কা করা হচ্ছে যে বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করেই দার্জিলিঙে হামলার ছক। রিপোর্টে উল্লেখ করা আছে কোন মহিলা গর্ভবতী সেজে আত্মঘাতী জঙ্গি হয়ে ১৮ মে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন গুম্ফায় ঢুকে হামলা চালাবে। তার জন্য তৈরি থাকারও নির্দেশ সমস্ত ইউনিটকে। প্রসঙ্গত ২০১৭ সালে জেএমবি জঙ্গি সংগঠন দার্জিলিংয়ে হামলার ছক কষেছিল। কিন্তু সেই সময় পাহাড় উত্তপ্ত ছিল গোর্খাল্যান্ড ইস্যুতে কাজেই সেবার পরিকল্পনা বাঞ্চাল হয়।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের সৌভিক নাসার গবেষক
বিভিন্ন সোশ্যাল সাইটে বাংলায় পোষ্টার দিয়ে হামলার হুমকি ইসলামিক স্টেটের। শ্রীলঙ্কার ঘটনার পর এই হুমকি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে জন্য চিন্তার কারণ বলে মনে করছে বিভিন্ন গোয়েন্দা দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584