৯ ডিসেম্বর পর্যন্ত এনকাউন্টারে মৃতদের দেহ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

0
51

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

রাজ্য সরকারকে তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশ এনকাউন্টারে মৃতদের দেহ সংরক্ষণ করতে হবে আগামী ৯ ডিসেম্বর রাত্রি ৮ টা পর্যন্ত।

সমাজকর্মীদের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের এই নির্দেশ। এই মামলার পরবর্তী শুনানি ৯ তারিখ। একই সাথে হাইকোর্টের নির্দেশে পোস্টমর্টেমের ভিডিওগ্রাফি করতে হবে।

ছবিঃ টাইমস অফ ইন্ডিয়া

আজ ভোর তিনটের সময় হায়দ্রাবাদে তরুনী পশু চিকিৎসককে গণধর্ষণে অভিযুক্ত চারজনকে তদন্তের স্বার্থে ঘটনার পূর্ননির্মানের নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে।

সেখানে পুলিশকে আক্রমণ করে পালাতে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা, পাল্টা পুলিশের আক্রমণে অভিযুক্ত চারজনেরই মৃত্যু হয়।

মৃত চার। ছবিঃ টুইটার

এই মৃত্যু ঘিরে সমগ্র দেশে আলোড়ন পড়ে যায়। ওঠে মানবাধিকারের প্রশ্ন। অপরদিকে অভিযুক্ত ধর্ষণকারীর এনকাউন্টারে উচ্ছ্বসিত হতেও দেখা যায় আমজনতাকে।

এই বিতর্কের মাঝেই সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, তেলেঙ্গানা হাইকোর্টে নির্দেশ দেয় রাজ্যসরকারকে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত মৃতদের দেহ সংরক্ষণ করতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here