ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
রাজ্য সরকারকে তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশ এনকাউন্টারে মৃতদের দেহ সংরক্ষণ করতে হবে আগামী ৯ ডিসেম্বর রাত্রি ৮ টা পর্যন্ত।
Devi,Human Rights Activist on Telangana encounter:We were the 1st to go on streets demanding justice. You didn’t go by book & showed your true insensitive colours & to cover it up,you go for this brutal killing.This doesn’t bring any justice to victim nor brings security to women pic.twitter.com/39b6JsOwZt
— ANI (@ANI) December 6, 2019
সমাজকর্মীদের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের এই নির্দেশ। এই মামলার পরবর্তী শুনানি ৯ তারিখ। একই সাথে হাইকোর্টের নির্দেশে পোস্টমর্টেমের ভিডিওগ্রাফি করতে হবে।
আজ ভোর তিনটের সময় হায়দ্রাবাদে তরুনী পশু চিকিৎসককে গণধর্ষণে অভিযুক্ত চারজনকে তদন্তের স্বার্থে ঘটনার পূর্ননির্মানের নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে।
#WATCH Telangana Police briefs the media on today’s encounter https://t.co/wMljp3hapb
— ANI (@ANI) December 6, 2019
সেখানে পুলিশকে আক্রমণ করে পালাতে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা, পাল্টা পুলিশের আক্রমণে অভিযুক্ত চারজনেরই মৃত্যু হয়।
এই মৃত্যু ঘিরে সমগ্র দেশে আলোড়ন পড়ে যায়। ওঠে মানবাধিকারের প্রশ্ন। অপরদিকে অভিযুক্ত ধর্ষণকারীর এনকাউন্টারে উচ্ছ্বসিত হতেও দেখা যায় আমজনতাকে।
Telangana High Court has directed that the bodies of the four accused (in rape and murder of woman veterinarian), who were killed in the encounter today be preserved by the State till 08:00 pm on December 9. pic.twitter.com/SAeydG3kwZ
— ANI (@ANI) December 6, 2019
এই বিতর্কের মাঝেই সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, তেলেঙ্গানা হাইকোর্টে নির্দেশ দেয় রাজ্যসরকারকে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত মৃতদের দেহ সংরক্ষণ করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584