আনিসুর রহমান, কোলকাতাঃ
রাত পোহালেই দীর্ঘ ৬ বছর পর একাদশ-দ্বাদশ কাউন্সিলিং শুরু হতে চলেছে এসএসসির মাধ্যমে। প্রথমে কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল ১৬ জুলাই থেকে৷ কিন্তু হাইকোর্টের নির্দেশে, তা বাতিল হয়। পরে আবার বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানায় যে আগামী ২৬শে জুলাই থেকে কাউন্সিলিং শুরু হয়ে ২রা আগস্ট পর্যন্ত চলবে।
কিন্তু উত্তীর্ণদের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ না করেই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশে আপত্তি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কিছু মামলাকারী৷ বিচারপতি শেখর ববি সরফের এজলাসে এই মামলা দায়ের করা হয়।
সেই মামলা শুনানির শেষে আজ কলকাতা হাইকোর্ট কাউন্সিলিংয়ের অনুমতি দেয় বলে কোর্ট সূত্রে জানা গেছে।অর্থাৎ আগামীকাল থেকে কাউন্সিলিংয়ে আর কোন বাঁধা রইলনা।
উল্লেখ্য, এদিকে এসএসসিও বিষয়ভিত্তিক শূন্যপদের তালিকা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584