সিউড়িতে পুলিশকে পচামাংস বিক্রি গ্রেফতার বিক্রেতা

0
50

পিয়ালী দাস, বীরভূমঃ

পচা মাংসের রমরমা সিউড়িতে এখনো চলছে তা আবারো একবার প্রমান হলো আজ। প্রশাসনের নজর এড়িয়ে দিব্যি বিকোচ্ছে পচামাংস।

মোহাম্মদ বাজার থানা এলাকার প্যাটেল নগরের বাসিন্দা কুনাল চক্রবর্তী, পেশায় পুলিশকর্মী হুগলি থানায় কর্মরত। ছুটিতে বাড়ি এসে স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছিলেন সিউড়ি, বাড়ি ফেরার সময় সিউড়ির বেনীমাধব মোড়ের একটি দোকান থেকে খাসির মাংস কিনে ছিলেন। রাতের রান্না না হওয়ায় ফ্রিজে রেখেছিলেন।সকালে রান্না করার সময় ফ্রিজ থেকে মাংস বের করতেই বুঝতে পারেন দুর্গন্ধ উঠছে মাংস থেকে। ভালো করে দেখতেই তার নজরে আসে পোকা,অজস্র ছোট ছোট পোকা ঘিরে রয়েছে মাংস গুলিকে। সঙ্গে সঙ্গে মাংস নিয়ে চলে আসেন দোকানে। দোকানে মাংস দেখাতেই কাকুতি মিনতি শুরু করে দোকানদার যাতে এই ঘটনা তিনি আর কাউকে বলে না দেন ,তাহলে ব্যবসা মার খাবে তার। এরপর টাকাও ফেরত দিয়ে দেন তিনি ।

মাংস হাতে অভিযোগকারী।নিজস্ব চিত্র

কিন্তু তাতেই ক্ষান্ত নয় পুলিশকর্মী কারণ এটাই তো শেষবার নয়! তারপরেও যে আরো কাউকে এই ধরনের পচা মাংস সে বিক্রি করবে না তার দায়িত্ব কে নেবে ।সঙ্গে সঙ্গে সেখান থেকে মাংস হাতে যান সিউড়ি থানায় ,সিউড়ি থানায় অভিযোগ জানানোর পরই অভিযুক্ত দুই মাংস ব্যবসায়ীকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ ।ধৃতদের কড়া শাস্তির দাবি করছে কল্যাণ বাবু ও তার স্ত্রী তিথি চক্রবর্তী।

অপরদিকে অন্যান্য মাংস ব্যবসায়ীদের দাবি ফ্রিজে ঠিকমতো মাংস না রাখার জন্যই এমনটা হয়েছে ।পরক্ষণেই তারা বলছে বোধ হয় মাছি বসে গিয়েছিল ডিম পেড়ে দেওয়াতেই এমন হয়েছে। কোনোভাবেই দোষ নিজেদের ঘাড়ে নিতে রাজি নয় তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here