দেউচা-পাঁচামির আদিবাসী আন্দোলনকারীদের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট

0
74

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

দেউচা-পাঁচামির কয়লাখনি প্রকল্পের বিরুদ্ধে গত ২০শে ফেব্রুয়ারি আন্দোলনরত আদিবাসী এবং কয়েকজন সমাজকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহম্মদ বাজার থানা। একটি মামলায় কয়েকজনের জামিন হলেও দ্বিতীয় মামলায় সরকার পক্ষ জামিনের বিরোধিতা করায় মঞ্জুর হয়নি ঐ মামলায় অভিযুক্তদের। গত সপ্তাহে একটি মামলায় নাম থাকা ৫ জন আদিবাসী আন্দোলনকর্মীর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করা হয়।

anticipatory bail order
নিজস্ব চিত্র

কলকাতা হাইকোর্ট লখিরাম বাস্কি, জগন্নাথ টুডু, অনন্ত হাঁসদা, রতন হাঁসদা এবং ধনিরাম মার্ডির আগাম জামিনের আর্জি মঞ্জুর হয় মঙ্গলবার। পাশাপাশি তাঁরা যাতে তদন্তে সহযোগিতা করেন সেই নির্দেশও দেয় হাইকোর্ট। মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন সমাজকর্মী প্রসেনজিৎ বসু, অমর্ত্য রায়, অভীক সাহা এবং কুণাল দেব। গ্রেপ্তার হওয়ার ৯দিন পরে ১ মার্চ প্রসেনজিত বসুর জামিনের আবেদন মঞ্জুর হয়। বাকি তিনজন মঙ্গলবারের রায়ের ভিত্তিতে হাই কোর্টে আবেদন করে আগাম জামিন নিতে পারেন বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ এনটিপিসি-র ছাই থেকে চলছে কোটি কোটি টাকার সিন্ডিকেট রাজ! চাঞ্চল্যকর অভিযোগ

এই আন্দোলনের সঙ্গে যুক্ত সমাজকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের উপর একের পর এক মিথ্যা মামলা দায়ের করে চলেছে পুলিশ প্রশাসন।তাঁদের আরও অভিযোগ যে, রাজ্য সরকার স্বৈরাচারী মনোভাব নিয়ে গনতান্ত্রিক আন্দোলনকে দমন করে গায়ের জোরে কয়লা খনি করতে চাইছে।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here